শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে আমাদের গঠন কাঠামোয় পরিবর্তন আনতে হবে’

এ জেড ভূঁইয়া আনাস : একজন খেলোয়াড় যখন অনুর্ধ্ব-১৯ থেকে এইচপি। ওই স্টেজ পার হয়ে এইচপি থেকে একাডেমি হয়ে এরপর ‘এ’ টিম এই প্রসেসের মাধ্যমে জাতীয় দলে সুযোগ দিলে তার থেকে ভালো খেলা উপহার পাওয়া সম্ভব। আর যদি এগুলো না মেনে অনুর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। তাহলে সে কিছুদিন পরে জাতীয় দল থেকে ঝরে পড়তে পারে। যা দলের জন্য এবং যাকে সুযোগ দেওয়া হয়েছে উভয়ের জন্যই খারাপ।

টিভিএনএ’র সাথে একান্ত আলাপে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুল বলেন, আমাদের প্রসেসগুলো ঠিক করতে হবে। অবশ্যই প্রসেসের মাধ্যমে জুনিয়রদের দলে তুলে আনতে হবে। এতে নতুন খেলোয়াড়রা দলকে ভালো কিছু উপহার দিতে পারবে।
পাশাপশি তিনি একথাও বলেন, বাংলাদেশ খুব দ্রুতই এগিয়ে যেতে পারবে। নতুনরা জাতীয় দলে আসার আগে যেন অভিজ্ঞতা সঞ্চার করে আসে সে বিষয়টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।
বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার বলেন, আমাদের গঠন কাঠামো এখনো ঠিক সেভাবে তৈরি হয়নি। তাই খেলোয়াড়রা ১২ মাস ক্রিকেটের উপর থাকতে পারছে না। যদিও আগের চেয়ে উন্নতি হয়েছে আমাদের। ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে আমাদের আরো অনেক পরিবর্তন আনতে হবে। বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে আমাদের প্রয়োজনীয় সব বিষয়ের উপর খেয়াল করতে হবে।

অভিষেক টেস্টে বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান নিজের তৃপ্তি নিয়ে আরও বলেন, বাংলাদেশ দলে খেলতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমি আমার সহ-খেলোয়াড় হিসেবে পেয়েছিলাম আকরাম ভাই, বুলবুল ভাই, সুজন ভাই, পাইলট ভাই, রফিক ভাই যারা বাংলাদেশকে আর্ন্তজাতিক পরিসরে প্রথম দিকে প্রতিনিধিত্বকরেছেন।
এছাড়া এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে বেশ ক’জন ক্রিকেটার তারকাখ্যাতি পেয়েছেন। যা বাংলাদেশের জন্য অনেক গৌরব ও পরিতৃপ্তির বিষয়ও বটে।

তারকাখ্যাতি পাওয়া বাংলাদেশি তারকাদের মধ্যে যারা বর্তমানে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব, তামিম, মুশফিক ও মুস্তাফিজ। আ্যাশ বলেন, আমি এ সকল ক্রিকেটারদের সাথে খেলতে পেরেছিঅ যার কারণে আমি নি:সন্দেহে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।
একই সঙ্গে তাঁর (আশরাফুল) কন্ঠে ঝরল দুই যুগের খেলোয়াড়দের সাথে খেলতে পারার আত্মতৃপ্তি।

পাশাপাশি আশরাফুল এখনও স্বপ্ন দেখেন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে ২২ গজে আবারও প্রতিপক্ষের বিরুদ্ধে সেই হুংকার দেখানোর! আর বিসিবি (ক্রিকেট বোর্ড) আমাকে সেই সুযোগ করে দিলে আমি মনে কার সেটাই হবে আমার ক্রিকেটার জীবনের অনেক বড় সার্থকতা। সম্পাদনায়-এম এ রাশেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়