শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে আমেরিকা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে পুঁজি করে আমেরিকা যেভাবে বিশেষ সুবিধা নেয়া চেষ্টা করছে তার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে এবং এসব অস্ত্র যুদ্ধাপরাধীদের হাতে যাচ্ছে।"

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিচার্স ইনস্টিটিউট বা এসআইপিআরআই এক প্রতিবেদনে বলেছে, আমেরিকা গত পাঁচ বছরে অস্ত্র বিক্রির পরিমাণ ২৫ শতাংশ বাড়িয়েছে। এ খবরের প্রতিক্রিয়ায় জারিফ বুধবার তার নিজের টুইটার বার্তায় আমেরিকার নিন্দা জানান।  পার্সটুডের খবর।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা গত পাঁচ বছরে যে পরিমাণ অস্ত্র রপ্তানী করেছে তার ৫০ শতাংশ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে লিপ্ত সৌদি আরব বিশ্বের দ্বিতীয় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

জারিফ বলেন, "আমেরিকা তার অস্ত্র বিক্রির অর্ধেক মধ্যপ্রাচ্যে রপ্তানি করেছে। এসব অস্ত্রের বেশিরভাগই এমনসব অনভিজ্ঞ এবং হঠকারী নেতাদের কাছে যাচ্ছে যারা যুদ্ধাপরাধে লিপ্ত রয়েছেন।"

নিজের টুইটার পেইজে জারিফ সৌদি আরব এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আমদানি করা অস্ত্রের একটি চিত্র তুলে ধরে বলেন, "এরপরও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ইরানকে অভিযুক্ত করা হচ্ছে। এটা হাস্যকর বটে!"

  • সর্বশেষ
  • জনপ্রিয়