শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ০১:১৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ বন্ধ রাখার চুক্তি বাতিলে আদালতের মধ্যস্ততা চেয়েছেন পর্নস্টার ডেনিয়েলস

সজিব সরকার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন পর্নস্টার স্টোর্মি ডেনিয়েলস’এর যৌন সম্পর্ক ছিল বলে অভিযোগ করে একটি মামলা করেছে ডেনিয়েলস। এ সম্পর্কের ব্যাপারে জনসম্মুখে কিছু বলতে পারবে না বলে এর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এ চুক্তিটি বাতিল করতে আগামী জুলাইয়ের ১২ তারিখে আদালতের সরণাপন্ন হবেন তিনি। বুধবার আদালত থেকে প্রকাশিত নথিতে এ তথ্য প্রকাশ করা হয়।
২০০৬ সালের দিকে ট্রাম্প এবং ডেনিয়েলস এর মধ্যে গভীর সম্পর্ক ছিল এবং ২০০৭ সালেও তা খুব ভালোভাবেই চলছিল বলে দাবি করে মামলা করেন ডেনিয়েলস। এরপর ২০১৬ সালে মার্কিন নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ‘এসেনসিয়াল কনসালটেন্টস এলএলসি’র সাথে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলারের ‘মুখ বন্ধ রাখার’ জন্য চুক্তি সাক্ষর করেন ডেনিয়েলস। এ চুক্তির কার্যকারিতা নষ্ট করতে আদালতের সাহায্য চান তিনি এবং চুক্তির ১ লক্ষ ৩০ হাজার টাকাও ফেরত দিতে রাজি আছেন তিনি।
ডেনিয়েল এর আইনজীবী মাইকেল এভেনাত্তি ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন’কে একটি চিঠির মাধ্যমে জানান, ‘তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জড়িত সব ধরণের বার্তা, ছবি এবং ভিডিও প্রকাশ করার অনুমতি দেয়া হয়েছে। কে সত্য বলছে তা নির্ধারণ করার জন্য তার কাহিনীগুলো জনগণের সামনে তুলে ধরার এটিই সময় বলে আমি মনে করি।’ ট্রাম্প এবং ডেনিয়েল এর ব্যাপারে যে যৌন সম্পর্কের কথা বলা হচ্ছে, তা অস্বীকার করেছে হোয়াইট হাউজ। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়