শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তিন তালাক বিল’ বিরোধী বিক্ষোভে ৩ লাখ মানুষের অংশগ্রহণ

ওমর শাহ: ভারতের কেন্দ্রীয় সরকারের ‘তিন তালাক বিরোধী বিলে’র বিরুদ্ধে তিন লাখেরও বেশি নারী পুরুষ অংশ নিয়েছে। বৃৃহস্পতিবার ভাগল পুরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, মুসলিমদের শরিয়া আইনে সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। খবর: ডেইলি সিয়াসাত

উর্দু অনলাইনটি জানায়, মুসলিম পার্সোনাল ল বোর্ডের তাহাফফুজে শরিয়াত ও ইসলামে মায়াসেরা কমিটির আয়োজিত বিক্ষোভ মিছিলটি ৩০ থেকে ৩৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। এসময় শরিয়াহ হস্তক্ষেপের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দেয়। মিছিলে শারীরিক প্রতিবন্ধী নারীরাও অংশ নেয় বলে জানায় গণমাধ্যমটি।

হাজার হাজার বোরকা পরিহিত নারীরাও তিন তালাক বিল বিরোধী প্রতিবাদের রাস্তায় নেমে আসে। তাদের দাবি, মুসলিম ব্যক্তিগত আইনো কোন পরিবর্তন করা উচিত নয়। তাদের হাতের প্ল্যাকার্ডে তিন তালাক বিরোধী বিভিন্ন স্লোগান লেখা ছিল। পরে তারা রাষ্ট্রপতি ও গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত বছর ভারতের সুপ্রিমকোর্টে একসঙ্গে তিন তালাককে অবৈধ ঘোষণা দেওয়ার পর লোকসভায় বিলটি পাশ করা হয়। এ আইনের আওতায় কেউ একসঙ্গে তিন তালাক দিলে তিন বছরের কারাদ- ভোগ করার শাস্তি রাখা হয়েছে। বর্তমানে রাজ্যসভায় বিলটি পাস হওয়ার অপেক্ষায়। ভারতের সুপ্রীম কোর্ট একসঙ্গে তিন তালাককে ‘প্রকাশ্যে নির্বিচার’ বলে ঘোষণা করেছিল। সূত্র: ডেইলি সিয়াসাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়