শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশনারা, রুপাসহ লেবার পার্টির চার মুসলিম এমপিকে হুমকি সম্বলিত চিঠি

সাঈদা মুনীর:  ব্রিটিশ মুসলিম এমপি রুশনারা আলী ও রুপা হককে বিদ্বেষমূলক চিঠি পাঠানোর নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর নির্ধারিত সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে তিনি এ নিন্দা জানান। মে বলেন, মুসলিম এমপিদের কাছে সন্দেহজনক প্যাকেট পাঠানোর যে খবর এসেছে। আমি নিশ্চিত এই অগ্রহণযোগ্য ও ঘৃণ্য আচরণের নিন্দায় পুরো পার্লামেন্ট আমার সঙ্গে যোগ দেবে। ব্রিটিশ সমাজে এসবের কোনও ঠাঁই নেই। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

৪৮ ঘন্টার ব্যবধানে যুক্তরাজ্যের লেবার পার্টির চার মুসলিম সংসদ সদস্যের কাছে ‘মুসলিমদের শাস্তি’ দেয়ার হুমকি সম্বলিত চিঠিসহ সন্দেহজনক প্যাকেজ পাঠানো হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে এই ধরনের চিঠি পাঠানো খবর পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় এবার লেবার পার্টির মুসলিম এমপিদের এই চিঠি পাঠানো হলো।

সর্বশেষ এই চিঠি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইলিং সেন্ট্রাল এন্ড অ্যাকশন এমপি রুপা হক। এর আগে ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনের এমপি রুশনারা আলী এবং বেডফোর্ডের এমপি মোহাম্মদ ইয়াসিন এবং ম্যানচেস্টার গোরটনের এমপি আফজাল খানকে সন্দেহজনক প্যাকেজসহ একই ধরনের চিঠি পাঠানো হয়েছে।

রুপা হক, রুশনারা আলী ও মোহাম্মদ ইয়াসিনের চিঠিটি তাদের ব্যক্তিগত কর্মচারীরা খুললেও মোহাম্মদ ইয়াসিনের চিঠিটি এখনো খোলা হয়নি।

চিঠিটি খোলার পর পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রুপা হকের কর্মীদের একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমপি রুপা হক জানান, এর ভিতরে ‘আঠালো জাতীয় পদার্থ’ ছিল। অবশ্য দেশটির পুলিশ এটিকে ‘নিম্ন স্তরের ক্ষতিকারক’ পদার্থ হিসাবে বর্ণনা করেছেন।

মোহাম্মদ ইয়াসিনের অফিসে পাঠানো প্যাকেজে সন্দেহজনক তরল পদার্থ ফুটো হয়ে গেলে পূর্ব সতর্কতা হিসাবে সোমবার সেখান থেকে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‘পানিশ অ্যা মুসলিম’ বা ‘একজন মুসলিমকে শাস্তি দাও’ শীর্ষক চিঠির বিষয়ে দেশটির পুলিশ তদন্ত করছে। দেশটিজুড়ে বিতরণ করা এই চিঠিতে তাদের সহিংস কর্মের জন্য স্থান উল্লেখসহ বিস্তারিত বিবরণ দিয়ে একটি তালিকা দেয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, ‘আমাদের আতঙ্কিত করতেই এটা করা হয়েছে কিন্তু আমরা এতে দমে যাব না। আমি নিশ্চিত যে আমিই শেষ ব্যক্তি নই এবং এটা মুসলিম এমপিদের লক্ষ্যবস্তু করার প্যাটার্নের একটি অংশ। তবে, মানুষ আমাদের প্রতি সমর্থন দেখিয়েছেন। তারা এতে বিরক্ত প্রকাশ করেছেন।’

সংসদ সদস্যদের কাছে পাঠানো চারটি সন্দেহজনক প্যাকেজ ও চিঠিগুলো ওয়েস্টমিনস্টারের নর্মান শো’র উত্তর ভবনে পাওয়া গেছে। এই ভবনেই সংসদ সদস্যদের অফিস অবস্থিত।

সাম্প্রতিক সময়ে ভবনটিতে পাঠানো ৪টি প্যাকেজ পাওয়ার বিষয়টি পার্লামেন্টের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন এবং সর্বশেষ প্যাকেজটির বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়