শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৯:০৯ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একিলিস (বিড়াল) রাশিয়া বিশ্বকাপেও ‘অফিসিয়াল জ্যোতিষি’

এল আর বাদল : একিলিস নতুন নয়। এটি রুশ সাম্রাজ্যের রাজধানী সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরের পোষা বিড়াল। ফুটবল প্রেমীদের কাছে এটি একটি পরিচিত নাম। গত বছর ফিফা কনফেডারেশনস কাপে জোত্যিষির ভূমিকায় ছিল এই বিড়াল। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন বিশ্বকাপে ‘অফিসিয়াল জ্যোতিষি’র দায়িত্ব দেওয়া হয়েছে একিলিসকেই।

তবে এর বাইরেও একিলিসের কিন্তু অন্য একটা চাকরি আছে। সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক শীত প্রাসাদে অবস্থিত হেরমিতেজ জাদুঘরে চাকরি করে সে। একিলিসের জন্ম শীত প্রাসাদেরই হেরমিতেজ জাদুঘরেই। জাদুঘরের ইঁদুর ধরাই তার চাকরির মূল দায়িত্ব।

এ ব্যাপারে হেরমিতেজ জাদুঘরের প্রেস সচিব মারিয়া হালতুনেন বলেছেন, ৪.৭ কেজি ওজনের শক্তিশালী এবং কর্মতৎপর একিলিসকে বেছে নেওয়ার কারণ তার পছন্দ এবং বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং কাগজপত্রও সই করা শেষ।

জানা গেছে, দ্রুতই একিলিসকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হবে। সেই অনুষ্ঠানে তার গলায় পরিয়ে দেওয়া হবে আইডি কার্ড। এই আইডি কার্ড নিয়ে আর দশজন ভক্তের মতোই স্টেডিয়ামে ঢুকতে পারবে একিলিস।

এর আগে ফিফা কনফেডারেশনস কাপে ফুটবলবিশ্বের নজর কেড়েছিল একিলিসের পারফরম্যান্স। অবিশ্বাস্যভাবে চার ম্যাচের তিনটিতেই আগেভাগে ঠিক ঠিক ফল বলে দিয়েছিল সে। - ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়