শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাই বিশ্ববিদ্যালয়ে এআইটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ উদ্বোধন আজ

হ্যাপী আক্তার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাইল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) বৃহস্পতিবার  ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসরশিপের উদ্বোধন হচ্ছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের দেয়া ঐতিহাসিক ভাষণ থাই ভাষায় সংস্করণেরও উদ্বোধন করা হবে। এ ছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রাউত চান ও চা’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বৈঠকে মিলিত হবেন। বুধবার থাইল্যান্ড দূতাবাস থেকে পাঠান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এতে বলা হয়, থাইল্যান্ডের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসরশিপের উদ্বোধন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদউইনাই যৌথভাবে এটি উদ্বোধন করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও অংশ নেবেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে।

দুই বছর আগে সরকার থাইল্যান্ডের এআইটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ চালুর উদ্যোগ নেয়। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক কিংবা প্রযুক্তির ক্ষেত্রে অর্জিত উৎকর্ষ বিশ্বের কাছে তুলে ধরার মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই এর লক্ষ্য।

থাইল্যান্ডে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনীম জানিয়েছেন, থাইল্যান্ডের জনগণের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণটিকে পৌঁছে দেওয়ার জন্যে এটিকে থাই ভাষায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট ধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিসইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই চুক্তিসই হবে। এই চুক্তিসইয়ের মধ্যে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে।

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রাউত চান ও চা’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বৈঠকে বসবেন। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : নিউজ টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়