শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৭:১০ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে বললেন প্রধানমন্ত্রী

সজিব খান: ব্যাংকের সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে এক ডিজিটের মধ্যে আনতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একই দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।

বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সৃষ্টি করার দাবি জানালে তাঁর উদ্দেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা তো ব্যাংকের মালিক। আপনাদের তো সুযোগ-সুবিধা আমরা দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাংকের সুদের হার কমান। ব্যাংকের সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে এক ডিজিটের মধ্যে আনেন।

এসময় ব্যাংকের তারল্য সংকট ও ব্যাংক সুদ কমানোর পক্ষে কথা বলেন দলের একজন প্রেসিডিয়াম ও দু’জন সম্পাদকমণ্ডলীর সদস্য।

বৈঠকে ব্যাংক সুদের উচ্চ হারে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আলোচনা করে এ সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার পক্ষে মত দিয়েছেন সকলেই।

বৈঠকে বিভিন্ন বিদ্যালয় জাতীয়করণের যে দাবি করা হচ্ছে তা অযৌক্তিক আখ্যা দিয়ে দলের পক্ষ থেকে কয়েকজন নেতা কথা বলেছেন। তারা বলেন, নির্বাচন সামনে রেখে সবাই দাবি আদায়ের উপযুক্ত সময় মনে করছে। কিন্তু কোনোভাবেই অযৌক্তিক দাবি মানা হবে না। এমনিতে ২২ হাজার স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয় জাতীয়করণ করা হবে- কিন্তু সবাইকে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে নিয়োগ পেতে হবে। সূত্র: যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়