শিরোনাম

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৪:২৫ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিনতাই টা তখনই কমবে, যখন তাদের ভিতর ধরা পরার ভয় থাকবে

মে. জে. (অব.) মোহাম্মদ আলী শিকদার : ছিনতাই প্রতিনিয়ত হচ্ছেই। এটা প্রতিরোধ করতে হবে। এটা ঠেকাতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর একটু সচেতন হতে হবে। ছিনতাই টা তখনই কমবে, যখন ছিনতাইকারীরা বুঝবে তাদের ধরা পরার ভয় আছে। ছিনতাই হয় রাস্তাঘাটে, নির্জন জায়গায়, মানুষের ভীড় যেখানে বেশি থাকে সেখানে, বাসে উঠার সময়, বাস থেকে নামার সময়, রাতের বেলা যেখানে মানুষ থাকে না।

আসলে লাইন ধরে পুলিশের তো আর সব জায়গায় দাড়িয়ে থাকা সম্ভব নয়। আমাদের সাধারণ মানুষের কাজ হবে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করা এবং বিচারের মাধ্যমে তাদেরকে কঠিন শাস্তি দেয়া। এই জিনিসটা আমাদের মধ্যে প্রচন্ড অভাব। এটা না থাকার কারণে ছিনতাইকারীদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে না। ফলে তারা নির্দ্বিধায় এটা চালিয়েই যাচ্ছে।

পরিচিতি : নিরাপত্তা বিশ্লেষক/ মতামত গ্রহণ : এইচ. এম. মেহেদী/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়