শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির রেকর্ড ভাস্বর ম্যাচে চেলসিকে উড়িয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরে চেলসিকে হতাশ করেছিলেন একজনই- লিওনেল মেসি। চেলসি গোল করে এগিয়ে যাওয়ার পরও ম্যাচে বার্সেলোনাকে সমতা এনে দেওয়া গোলটি করেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। তাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল'র প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরে বার্সেলোনা। বুধবার রাতে নিজেদের মাঠে ছিল চেলসির বিপক্ষে বার্সার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের শেষ ষোল'র লড়াই। ইংলিশ ক্লাবটিকে বিস্ময়কর কিছু করতে দেয়নি বার্সা। বলা ভালো লিওনেল মেসি।

রেকর্ড গড়া দুটি গোল করলেন মেসি। করালেন একটি। তাতে ৩-০ তে জয় পেল কাতালুনিয়ানরা। দুই লেগ মিলে ৪-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করলো স্প্যানিশ জায়ান্টরা। মেসির দুটি ছাড়া অন্য গোলটি করেছেন দেম্বেলে। ম্যাচের মাত্র ৩মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়া বার্সার। সুক্ষ্ম হিসেব বলতে মাত্র ২ মিনিট ৮ সেকেন্ডে গোলটি করেছেন মেসি। নিজের ফুটবল ক্যারিয়ারে এটিই মেসির দ্রুততম গোলের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসে সেই রেকর্ড গোলটি আবার মেসির ৯৯তম। যে গোলের পর সেঞ্চুরি ডাকছিল তাকে। সেই সেঞ্চুরি মেসি পূরণ করলেন দ্বিতীয়ার্ধে।

তবে তার আগে ২০ মিনিটে দেম্বেলে পাইয়ে দিলেন বার্সারে জার্সিতে প্রথম গোলটি। বা-দিক দিয়ে চেলসির সীমানায় বল নিয়ে ঢোকেন মেসি। দারুণ ড্রিবলিংয়ে প্রান্ত বদল করে পাস দেন দেম্বেলেকে। ডান প্রান্তে প্রায় ফাঁকাতেই বল পেয়ে গিয়েছিলেন তিনি। সময়ও পেয়েছেন শট নিতে। তার গতিময় সেই শট জাল খোঁজে নিতে ভুল করেনি।

গেল গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় আসার পর গোল করবেন কি ইনজুরির সঙ্গে লড়াই করেই পেরে উঠছিলেন না দেম্বেলে। বার্সা খেলেছে প্রতিপক্ষের চেয়ে বল পজিশন বেশি নিজেদের কাছে রেখে। তবে চেলসিও সম্ভাবনাময় আক্রমণ রচনা করেছে বেশ কয়েকটি। ৪৩ মিনিটে যেমন মার্কো আলোনসেরা নেওয়া ফ্রি কিক পোস্টে লেগে ফিরেছে। তার আগে ৩৭ মিনিটে সম্মিলিত আক্রমণে বার্সা রক্ষণে কাঁপন ধরানোর পরও বল পোস্টের বাইরে মেরেছেন কান্তে।

৬৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৩-০ তে এগিয়ে যায় বার্সা। চেলসির স্বপ্নও ওখানে ধুলোতে পরিণত হয়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই গোলটিই মেসির গোলের সেঞ্চুরি হয়ে থাকলো। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পিছনেও ফেললেন। লিওনেল মেসি এবং রোনালদোই শুধু চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতায় ১০০ গোলের কৃতিত্বের অধিকারি। ১২৩ ম্যাচে এই কীর্তি মেসির। যে রেকর্ড গড়তে রোনালদোর লেগেছিল ১৩৭ ম্যাচ। ১৪৮ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ১১৭টি।

দুর্দান্ত সব কীর্তি গড়তে মেসি কি আগে থেকেই টার্গেট করে রেখেছিলেন চেলসিকে? অথচ ক্যারিয়ারে এই চেলসির বিপক্ষে গোল করাটাই পরম আরাধ্য হয়ে গিয়েছিল তার জন্য। প্রথম লেগে যে গোলটি করেছিলেন সেটিই ছিল তার চেলসির বিপক্ষে প্রথম গোল। পরিবর্তনডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়