শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাহিদা অনুযায়ী উন্নয়ন হয়নি গাজীপুর সিটি করপোরেশন

হ্যাপী আক্তার : উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে চাহিদা অনুযায়ী নাগরিক সুযোগ- সুবিধা বাড়েনি। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৩৮০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হলেও সম্প্রতি তা স্থগিত হয়েছে। তবে দ্রুত সংস্কার ও উন্নয়নের আশ্বাস দিচ্ছেন সিটি মেয়র।

সিটি করপোরেশনের হিসাব মতে, নতুন গঠিত গাজীপুর সিটি করপোরেশনে এক হাজার ৫৫২ কিলোমিটার রাস্তা আর ৬৭০ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা আছে। ময়লা আবর্জনা ফেলার জন্য সড়ক ও জনপথের জমিতে অস্থায়ী ময়লার ভাগাড় তৈরি করা হলেও, সিটি করপোরেশনের বেশির ভাগ রাস্তার বেহাল দশা। শুকনো মৌসুমেও অনেক রাস্তায় জমে থাকছে হাঁটু সমানপানি।

একই অবস্থা শহরের ড্রেনেজ ব্যবস্থার। স্বল্প পরিসরে যেসব এলাকায় ড্রেন রয়েছে, সেগুলোও বেশির ভাগ ভাঙ্গাচোরা।

বর্ষায় মানুষের ভোগান্তি আরও বাড়াবে বলে আশংকা করছে এলাকাবাসী। তাই দ্রুত সংস্কার ও উন্নয়নে করপোরেশনের পদক্ষেপ চান তারা।

তবে অব্যবস্থাপনার জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকে দায়ী করছেন কাউন্সিলররা।

এদিকে সিটি মেয়রের দাবি, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে দরপত্র আহবান করা হয়েছে। অতি দ্রুত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হবে।

২০১৩ সালের ১৬ জানুয়ারিতে টঙ্গী ও গাজীপুর পৌরসভার সাথে বেশ কয়টি ইউনিয়নকে নিয়ে গঠন করা হয় গাজীপুর সিটি করপোরেশন। সূত্র : ইন্ডিপেনডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়