শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক পালিত হবে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে রাষ্ট্রীয় শোক দিবস পালনের এ সিদ্ধান্ত হয়েছে।

মো. নজিবুর রহমান বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা করা হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মুখ্য সচিব বলেন, বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং এয়ারলাইনস অপারেটরদের যথাযথভাবে আন্তর্জাতিক বিমান পরিবহনবিষয়ক নিরাপত্তা আইন অনুসরণ করার কথা বলেন তিনি।

নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী এমন পরিস্থিতি মোকাবেলায় আরো দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন। বিমান বিধ্বস্তের এ ঘটনাকে ‘আমাদের জন্য বড় একটি দুর্ঘটনা’ উল্লেখ করে দেশবাসীকে এ মুহূর্তে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী উড়োজাহাজের যাত্রী, পাইলট, ক্রু ও পরিকল্পনা কমিশনের দুই কর্মকর্তাকে ‘আমাদের মেধাবী সন্তান’ উল্লেখ করে তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং নেপালের বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।

নজিবুর রহমান বলেন, পুড়ে যাওয়া রোগীদের জন্য বাংলাদেশে ভালো চিকিৎসার ব্যবস্থা থাকায় দুর্ঘটনায় দগ্ধ নেপালি নাগরিকদের এ দেশে চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নেপাল থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুখ্য সচিব বলেন, বৈঠকে আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে বাংলাদেশ থেকে একটি চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ইউএস-বাংলা কর্তৃপক্ষ গুরুতর আহত দুজন যাত্রীকে আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র : বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়