শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বোলিংয়ে ১০টি রান দেওয়ায় হেরেছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: ১৫ ওভার শেষে ভারতের রান ছিলো ১ উইকেটে ১১৭ রান। আর ঠিক এ সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১১৬ রান। উইকেট ৩টি বেশি হারালেও রানের পার্থক্য ছিল মাত্র ১টি। কিন্তু শেষ ৫ ওভারের ব্যাটিংই পার্থক্য হয়ে দাঁড়ায় ম্যাচের। শেষ ৫ ওভারে ভারতীয়রা সংগ্রহ করে ৫৯ রান। যেখানে বোলাররা সঠিক পরিকল্পনায় বল করতে পারলে ১০টি রান আটকাতে পারতেন বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর এই ১০ রানের কারণেই ভারতের বিপক্ষে টাইগাররা হেরেছে বলে জানালেন অধিনায়ক।

তবে টাইগারদের বিপদ আরও বড় হতে পারতো। ভারতীয় ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন। মাত্র ৪ রান দিয়ে উইকেট তুলে নেন ২টি। টাইগার বোলারদের মধ্যে এদিন রুবেল ও নাজমুল ইসলাম অপু ছাড়া আর কোন বোলারই নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। দুই বছর পর মাঠে নামা আবু হায়দার রনি বেশ খরুচে। ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশুন্য তিনি। সবচেয়ে বড় কথা ১৮তম ওভারে ২১টি রান দেন তিনি। ৪ ওভারে ৩৮ রানের খরচায় উইকেটশুন্য থেকেছেন মোস্তাফিজও। ১৭তম ওভারে তিনিও রান দেন ১৪টি আর ১৯তম ওভারে ১১। শেষ দিকে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেননি কেউ। কমপক্ষে ১০টা রান বেশি দিয়েছেন বলে মনে করেন অধিনায়ক, 'বোলিংয়ে আমরা ১০টা আটকাতে পারতাম যেটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল ইয়র্কার দিব কিন্তু বোলাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।'

এদিন ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফলে দলীয় ৬১ রানেই প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে হারায় টাইগাররা। অথচ ম্যাচে মাত্র ৬ জন ব্যাটসম্যান নিয়েই খেলতে নেমেছিল বাংলাদশ। আর শেষ দিকেও মুশফিককে কেউ সঙ্গ দিতে পারলে ভিন্ন ফলাফল হতে পারতো বলে মনে করেন মাহমুদউল্লাহ, 'চেষ্টাটা ছিল। কিছুটা হতাশ, মুশফিকের সঙ্গে কেউ দাঁড়িয়ে ২০-৩০টা দ্রুত রান তুলতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো। লক্ষ্য চেজ করার মতোই ছিল, আমাদের একটা উড়ন্ত সূচনা প্রয়োজন ছিল। কিন্তু আমরা শুরুতেই কিছু উইকেট হারিয়ে ফেলি এবং প্রয়োজনীয় মোমেন্টাম পাইনি।'

শেষ পর্যন্ত ভারতের কাছে বাংলাদেশ হারে ১৭ রানে। তবে এখনই শেষ হয়ে যায়নি বাংলাদেশের আশা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনাল খেলবে টাইগাররা। তাই সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছেন অধিনায়ক, 'পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি, এটা ভালো যে আমাদের নিজেদের প্রমাণ করার জন্য আরেকটি সুযোগ রয়েছে এবং আমাদের এটা করতে হবে।' পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়