শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াঘা সীমান্তের মতো বাংলাদেশ-ভারত সীমান্তেও আরো ‘বিটিং দ্য রিট্রিট’

মাছুম বিল্লাহ : ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্তের মতো ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান বাংলাদেশ-ভারত সীমান্তের আরও কয়েকটি স্থানে শুরু করা হবে। গত কয়েক বছর ধরে বেনাপোল সীমান্তে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদাণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আসামের সঙ্গে বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে শুরু হচ্ছে। আসামের বিধানসভায় মঙ্গলবার বাজেট ভাষণে রাজ্যটির অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান শুরু হবে জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়াও দুই দেশের মধ্যে পর্যটন বাড়ানোর জন্য আসামের কয়েকটি স্থানে এই অনুষ্ঠান চালু হবে। আসামের করিমগঞ্জ, ধুবরি ও দক্ষিণ শালমার সীমান্তের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এই সব সীমান্তের আগামী বছর থেকে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান দেখতে পারবেন বলে তিনি জানান।
যুদ্ধক্ষেত্রে দিনাবসানে নিজ নিজ পতাকা নামিয়ে সেনাদের শিবিরে ফিরে যাওয়াকে ঘিরে যে অনুষ্ঠান, তারই নাম ‘বিটিং দ্য রিট্রিট’। দু’দেশের ২০ জন করে জওয়ান ১৫০ গজ দূর থেকে মার্চ করে জিরো লাইনের গেট পর্যন্ত গিয়ে নিজেদের দিকের গেট খোলেন। আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে দু’দেশের প্রতিনিধি অফিসারদের করমর্দন এবং তারপর আবার নিজ নিজ স্থানে ফিরে যাওয়া।

ভারত- পাকিস্তানের মধ্যে ওয়াগা হলো একমাত্র আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট যেখানে এটা অনেকদিন ধরেই এটা চলে আসছে। তবে বিকেলে পতাকা নামানোর ঐ অনুষ্ঠানের সময় পাকিস্তানি রেঞ্জার এবং বিএসএফ জওয়ানদের দেহের অঙ্গভঙ্গির মধ্যে সাধারণত ফুটে ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে একটা লড়াকু মানসিকতা। ভারত-বাংলাদেশের ঐ অনুষ্ঠান হবে ঠিক তার বিপরীত। থাকবে মৈত্রীর আবহে সুরধ্বনির মূর্ছনা।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারত ভাগের সময় বিতর্কিত রাডক্লিফ কমিশন অবিভক্ত পাঞ্জাবের বিভাজন রেখা টানে পাঞ্জাবের ওয়াগা গ্রামের মধ্য দিয়ে। ওয়াগা গ্রামের পূর্ব দিকটা পড়ে ভারতে আর পশ্চিম দিকটা চলে যায় পাকিস্তানের দিকে।ওয়াগা লাহোর থেকে ২২ কিলোমিটার এবং অমৃতসর থেকে ২৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটাই ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র স্থলসীমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়