শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হকিং-এর মৃত্যুতে বিশ্বব্যাপী শোক প্রকাশ

সজিব সরকার: জগদ্বিখ্যাত পদার্থবিদ, মহাবিশ্বতত্ত্ববিদ, লেখক ও বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং ৭৬ বছর বয়সে বুধবার সকালে যুক্তরাজ্যের ক্যামব্রিজে নিজ বাসবভনে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্বে, শোক প্রকাশ করেছে সর্বস্তরের মানুষ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘স্টিফেন হকিং তার সময়ের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তার সাহসিকতা এবং সংকল্প মানুষের জন্য অনুপ্রেরণা। তার অবদানের কথা ভুলবার নয়।’

মহাকাশ সংস্থা ‘নাসা’ একটি বিবৃতিতে জানায়, ‘মহাকাশ বিজ্ঞানে তিনি যেসব তত্ত্ব প্রদান করেছেন, তা নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। আপনিও মাইক্রোগ্যাভিটিতে সুপারম্যানের মতো উড়তে থাকেন, যেমনটি ২০১৪ সালে স্পেস স্টেশনের মহাকাশচারীদের আপনি বলেছিলেন।’

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’এর আবিস্কারক টিম বার্নারস লি বলেন, ‘আমরা একজন অসামান্য মেধাবী ব্যক্তিকে হারালাম। শান্তিতে থাকেন, স্টিফেন হকিং।’

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর স্টিফেন টুপ বলেন, ‘প্রফেসর হকিং একজন অনন্য ব্যক্তি ছিলেন। শুধুমাত্র ক্যামব্রিজ না, পুরো পৃথিবী তাকে ভালোবাসার সাথে স্মরণ করে যাবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট বার্তায় বলেন, ‘প্রফেসর স্টিফেন হকিং একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং পন্ডিত ব্যক্তি ছিলেন। তার মনের জোর এবং জিদ পুরো বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিল। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রফেসর হকিং-এর কাজগুলো আমাদের পৃথিবীটাকে আরো সুন্দর করেছে। তার আত্মা শান্তিতে থাক।’

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীত শিল্পী ক্যাটি পেরি বলেন, ‘পাই দিবসের কয়েক ঘন্টা আগে আমার হৃদয়ে বড় ‘কৃষ্ণ বিবর’ তৈরি হলো। শান্তিতে থাকেন।’ রয়টার্স, বিজনেস সাইডার, দ্য ফিক্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়