শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টিফেন হকিং-এর মৃত্যুতে সিপিবি ও ছাত্র ফ্রন্টের শোক

রফিক আহমেদ : পৃথিবী খ্যাত বিশিষ্ট পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। বুধবার সিপিবি’র ও ছাত্র ফ্রন্টের নেতৃদ্বয় পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

সিপিবির নেতৃদ্বয় বলেন, কৃষ্ণগহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কাজ করে পৃথিবী খ্যাত বিশিষ্ট পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ৭৬ বছর বয়সে আজ মৃত্যুবরণ করেছেন। পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা তাত্ত্বিক হিসেবে তিনি বিবেচিত হন। তারা বলেন, শারীরিক অক্ষমতাকে রুখে দিয়ে স্টিফেন হকিং পদার্থবিদ্যায় যে তাত্ত্বিক অবদান রেখেছেন তা তাকে চিরস্মরণীয় করে রাখবে।

একইভাবে বিজ্ঞানী স্টিফেন হকিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞানী স্টিফেন হকিং মহাবিশ^সহ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গবেষণার মাধ্যমে আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। শুধু প্রকৃতির রহস্য উদ্ঘাটন নয়, পাশাপাশি মানুষে মানুষে শোষণ বৈষম্যের বিরুদ্ধে তাঁর সোচ্চার কণ্ঠস্বরও আমাদের সকলকে অনুপ্রাণিত করে।

তারা বলেন, শারীরিক অক্ষমতা দূর করেও মানুষ যে কত বড় সৃষ্টিশীল হতে পারে তার এক বড় দৃষ্টান্ত স্টিফেন হকিং এর জীবন থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানমনষ্কতা এবং সমাজ প্রগতি লড়াই আরও জোরদার করার আহ্বান জানান নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়