শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৯:৩১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো অযৌক্তিক : শ্রীলংকার আইনমন্ত্রী

মাহাদী আহমেদ : শ্রীলংকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশটির আইনমন্ত্রী। সম্প্রতি শ্রীলংকার ক্যান্ডি’তে স্থানীয় বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হলে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিলিপালা সিরিসেনা দেশজুড়ে ১০ দিনের জরুরি অবস্থা জারি করেন।

তবে জরুরি অবস্থা জারির পর দেশটিতে নতুন করে আর কোনও দাঙ্গা-সংঘাত না ঘটায় দেশটির সরকার জারিকৃত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করবে না বলে দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন।

তিনি আরও বলেন, শ্রীলংকা সরকার শুক্রবারের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের ওপর থেকেও আরোপকৃত নিষেধাজ্ঞা তুলে নেবে।

প্রসঙ্গত, শ্রীলংকার দৃষ্টিনন্দন জেলা ক্যান্ডিতে সম্প্রতি মুসলমান ও স্থানীয় সিংহলীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ দাঙ্গায় একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তির মৃত্যু হলে তা আরও প্রকট রুপ ধারণ করে এবং এর প্রেক্ষিতে স্থানীয় বৌদ্ধরা দু’জন মুসলমান ব্যক্তিকে হত্যা করে ও তাদের ঘর-বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ও মসজিদে হামলা চালায়।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিুপালা সিরিসেনা ক্যান্ডিতে এ জাতিগত দাঙ্গার সুষ্ঠু তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট্য একটি কমিশন গঠন করেছেন।

তিনি জাতিগত দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে নিযুক্ত করেন এবং চলতি মাসের ৬ তারিখ দেশজুড়ে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়