শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের স্কুলছাত্র আল আমিন ক্যান্সার থেকে বাঁচতে চায়

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর: জীবন প্রদীপ ফুটে উঠার আগেই নিভে যাওয়ার ডাক দিচ্ছে, জীবন কি তা ঠিক মতো বুঝে উঠার আগেই তাকে যুদ্ধ করতে হচ্ছে জীবন বাঁচাতে।

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের পিতৃহারা দশ বছরের এতিম স্কুলছাত্র আল আমিন মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। হতদরিদ্র মেধাবী স্কুলছাত্র আল আমিন হোসেন মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচতে চায়। তার মায়ের আকুতি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বাঁচানো সম্ভব তার কলিজার ধনকে। বর্তমানে টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। নিয়মিত চিকিৎসা পেলে আল আমিন সুস্থ্য হয়ে উঠবে বলে ধারনা চিকিৎসকদের।

আল আমিন সদর উপজেলার চররুহিতা ৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র। সে চর রুহিতা গ্রামের পলোয়ান বাড়ির মৃত সজিব হোসেনের ছেলে। ২ বছর পূর্বেই বাবাকে হারাতে হয় আল আমিনকে। মাতা নিপু বেগম একা তিন সন্তান নিয়ে অনেক কষ্টে সংসার চালান। তিন ভাই-বোনের মাঝে সবার বড় আল আমিন।

গত দু’মাস পূর্বে হঠাৎ আল আমিনের গলায় অসুস্থ্যতা দেখা দিলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। এ সময় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঢাকা মেডিকেল কলেজে আল আমিনের রক্ত পরীক্ষায় তার গলায় ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা তার গলায় দ্রুত অপরেশন করার জন্য পরামর্শ দেন। এজন্য চিকিৎসা বাবত ৫/৬ লাখ টাকার প্রয়োজনের কথা জানান চিকিৎসরা। ব্যয়বহুল চিকিৎসা খরচ যোগান দেওয়া হতদরিদ্র আল আমিনের মা নিপু বেগমের পক্ষে সম্ভব নয়। পরে চিকিৎসা না করিয়ে ক্যান্সার নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাকে।

মেধাবী স্কুলছাত্র আল আমিনকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা নিপু বেগম। তার আশা সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার আগের মতো স্কুলে যাবে তার আদরের সন্তান।

সাহায্য পাঠানোর ঠিকানা: নিপু বেগম, সঞ্চয় হিসাব নং- ১০৩২৬, রূপালী ব্যাংক, লক্ষ্মীপুর শাখা, সদর লক্ষ্মীপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়