শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলনবিলের দিঘরিয়া খিরার হাট জমে উঠেছে

জাকির আকন, চলনবিল: প্রতি বছরের ন্যায় এবারও চলনবিলের তাড়াশ উপজেলার দিঘরিয়া খিরার হাটে আগত পাইকার ও বিক্রেতাদের ভিড় জমে উঠেছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, চলনবিলের উত্তর এলাকার তাড়াশ ও নাটোরের সিংড়া, বগুড়ার শেরপুরের ১টি ইউনিয়নের কৃষকদের উৎপাদিত খিরা বেচাকেনার জন্য এই দিঘরিয়া হাটটি প্রায় ১৫-১৭ বছর পূর্বে চালু হয়। চলনবিলের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া খিরার আড়তটিতে কৃষক বিক্রেতা ও বিভিন্ন জেলার আগত পাইকারদের আগমনে জমজমাট কেনাবেচা চলছে ।

তাড়াশ উপজেলার পশ্চিম এলাকার বারুহাস, তালম ইউনিয়ন, নাটোরের সিংড়া বিয়াস ইউনিয়নের, বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের কৃষকরা প্রায় ৪ হাজার হেক্টর জমিতে খিরা চাষ করেছিল।

দিঘরিয়া আড়তের ইজারাদার মোন্নাফ আলী জানান, প্রায় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আড়তে কেনাবেচা হয়।

এলাকার কৃষক আবুল বাশার জানান, প্রায় প্রতিদিন কমপক্ষে ৫০টি ট্রাক লোড করে খিরা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়।

কৃষক সাদ্রা গ্রামের আজাহার আলী জানান, প্রায় ৫০ কেজি ওজনের ১বস্তা ৪’শত ৫০ টাকা হতে ৫শত টাকায় বিক্রি হচ্ছে এবং কৃষকরা লাভবান ও হয়েছে ।

আড়তের সমিতির সাবেক সভাপতি দোলোয়ার হোসেন জানান, প্রায় ৮০ লক্ষাধিক টাকার খিরা এই আড়ত থেকে কেনাবেচা হয়ে থাকে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়