শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালি থেকে কোটিপতি মানিকগঞ্জের সেলিম (ভিডিও)

হ্যাপী আক্তার : আবারও আলোচনায় মালি থেকে কোটিপতি বনে যাওয়া মানিকগঞ্জ হরিরামপুরের আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা। সম্প্রতি দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে সেলিম মোল্লা ও তার ছেলেসহ ১০ জনকে গ্রেফতারের পর রিমান্ডে আছে। দোষীদের শাস্তির দাবিতে হয়েছে মিছিলও।

মানিকগঞ্জের হরিরমাপুরের জিটকা বাজারের পাশে বিলাশবহুল ডুপ্লক্সে বাড়ি ও মার্কেটের মালিক সেলিম মোল্লাহ। ঢাকাতেও রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি ও দামি গাড়ি। অথচ রমনা পার্কের মালি হিসেবে ১৯৮৪ সালে কর্ম জীবন শুরু করেন মেলিম মোল্লা। পদোন্নতি হয়ে হন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা। কিভাবে হঠাৎ করে কোটিপতি হয়ে গেলেন তার হিসেব মিলাতে পারছেন না ¯’ানীয়রা।

সম্প্রতি মানিকগঞ্জের বাড়ি থেকেই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেলিম মোল্লাহ ও তার সহযোগী ছাত্রলীগ নেতা রাজিব সহ ১০ জনকে আটক করে র‌্যাব। উদ্ধার করা হয় গুলিসহ ৬টি আগ্নেয়াস্ত্র ও মুক্তিপনের টাকা। র‌্যাবের দাবি মুক্তিপনের জন্য দুই ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছিল।এই ঘটনার পর উপজেলা ছাত্রলীগ কমিটি ¯’গিত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

মানিকগঞ্জ হরিরামপুর থানার ওসি লুৎফর রহমান বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা করা হয়েছে। তাদের ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলছে ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেনদন দেওয়া হবে।

মালি থেকে কোটিপতি বনে যাওয়া সেলিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুদকেও।
সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়