শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৬:২০ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ দল!

স্পোর্টস ডেস্ক :  নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ আবারও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় পেয়েছে মুশফিকরা। আজকের ম্যাচেও জয়ের প্রত্যাশায় মাঠে নামবে টাইগাররা। একই সঙ্গে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের প্রতিশোধেরও সুযোগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। গত দুই ম্যাচের হিসাব নিকাশ শেষে আজ মবাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে।

টুর্নামেন্টে গত দুটি ম্যাচের একটিতে জয় পেলেও বোলিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাসকিন আহমেদ। আগের ম্যাচ জয় পেলেও ৩ ওভারে ৪০ রান দিয়েছিলেন এই গতি তারকা। আর প্রথম ম্যাচে ৩ ওভারে দিয়েছিলেন ২৮ রান। তার পরিবর্তে দলে আজ জায়গা পেতে পারেন আবু হায়দার রনি।

অন্যদিকে, একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অফ ফর্মে থাকা সাব্বির রহমানেরও। তবে প্রথম ম্যাচে ২৬ বলে ৩০ রান ফর্মে ফেরার আভাস দেওয়া টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট টিকে যেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল. লিটন কুমার দাস. সৌম্য সরকার. মুশফিকুর রহিম. মাহমুদুল্লাহ রিয়াদ. আরিফুল হক. মেহেদী হাসান মিরাজ. নাজমুল ইসলাম অপু. হায়দার রনি/আবু জায়েদ চৌধুরী রাহি. রুবেল হোসেন. মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়