শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউখালীতে এ এন্ড কে স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে এ এন্ড কে স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ এন্ড কে স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, কার্যনির্বাহী পরিচালনা পর্ষদ ও কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীর। বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. রোমান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাশমীরী পারভীন ঝুমুর, মিসেস মিল্টন, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, শিক্ষানুরাগী মো. আজম হোসেন সহ আরও অনেকে। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালন করেন এ এন্ড কে স্কুল এন্ড কলেজের পৃষ্ঠপোষক ও কাউখালী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এ.এইচ.এম শহীদ সরোয়ার। এ এন্ড কে স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়