শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালো ব্যাজ পরে জয়ের লক্ষ্য টাইগারদের

এল আর বাদল : নিদাহাস ট্রফির ফাইনালে কারা খেলবে সেটা এখনও পরিষ্কার নয়। তবে আজকের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতে গেলে সরাসরি ফাইনালে উঠবে। আর বাংলাদেশ জিতলে ফাইনালে খেলার জন্য শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে। শেষ ম্যাচ যদি লঙ্কানরা জিতে যায়, সে ক্ষেত্রে রান রেটের উপর নির্ভর করতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ ও ভারত পরস্পরের মোকাবিলা করবে।
গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্তে ৫০ জন নিহতের ঘটনায় আজ ভারতের বিরুদ্ধে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
জয়ের ব্যাপারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আর টাইগার দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ ভীষণ আশাবাদী। রোহিত শর্মা তো বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, নিয়মিত সেরা পাঁচ তারকা ক্রিকেটার ছাড়াই আমরা শ্রীলঙ্কা সফরে এসেছি। তাই বলে ভারত দল দুর্বল নয়। নিদাহাস ট্রফি জিতে সেটা প্রমাণ করে যাবো।

ওদিকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বৃষ্টির কারণে গতকাল অনুশীলন করতে পারেনি। তবে জিম করে সন্তুষ্ট থাকতে হয় তাদের। সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, শ্রীলঙ্কার এই আবহাওয়ায় টস অনেকটাই গুরুত্বপূর্ণ। প্রথম দিকে বোলাররা উইকেট থেকে সাহায্য পেয়ে থাকেন। আর পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে যায়। এমনিতে প্রেমাদাসার উইকেট ব্যাটিং বান্ধব। পরের দিকে সেটা আরো ব্যাটিং উপযোগী হয়ে যায়। তাই টস জিতলে পরের ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেন না কোনো অধিনায়ক।

চার ম্যাচের চারটিতেই পরে ব্যাট করা দল জিতেছে। তাই টসকে অতি গুরুত্বপূর্ণ মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, এমন আবহাওয়ায় টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিক বোলাররা একটু সুবিধে পান। কিন্তু পরের দিকে ব্যাট করা খুব সহজ হয়ে যায়। এমনিতেই এটা ব্যাটিং উইকেট। এখানে শেষে যারা ব্যাট করেছেন তারাই জিতেছে সাধারণত। রিয়াদ বলেছেন, ভারতের বিরুদ্ধে আমরা সেরাটাই খেলবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়