শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৫:৪৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ গুপ্তচর: যুক্তরাজ্যের কাছে ‘নার্ভ এজেন্টের‘ নমুনা চাইল রাশিয়া

আব্দুর রাজ্জাক: রাশিয়া যুক্তরাজ্যের কাছে নার্ভ এজেন্টের নমুনা চেয়ে পাল্টা দাবি জানিয়েছে। রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যা চেষ্টায় ব্যবহৃত ‘মিলিটারি গ্রেড’ নার্ভ এজেন্টের বিষয়ে রাশিয়ার অবস্থান পরিষ্কার করার জন্য সময় সীমা বেঁধে দেয়ার পরই তারা এমন একটি দাবি জানালো। তাদের হত্যা চেষ্টায় ব্যবহৃত নার্ভ এজেন্ট কিভাবে ও কিসের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে তার প্রমাণ দিতে না পারলে তারা যুক্তরাজ্যকে কোন সহযোগিতা করবে না বলেও হুশিয়ারি দেন দেশটির পরাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ এর বক্তব্যটি এমন একটি সময় এল যখন তাদের পুলিশের পক্ষ থেকে আক্রমণের প্রমাণ চাওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছে রাশিয়ার পুলিশ আক্রমণ করতে কে দেখেছে বা আক্রমণের আগে তাদের ব্যবহৃত লাল ‘বিএমডব্লিউ‘ গাড়িটি কে দেখেছে তার প্রমাণ দেয়ার দাবি করেছে।

রাশিয়ার পাল্টা দাবির প্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে জবাবদিহি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সারা দিয়ে সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ব্যাখ্যার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের দাবি অনুযায়ী তারাও রাশিয়াকে আক্রমণের জন্য দায়ি করছে।

উল্লেখ্য, ৪মার্চ রাশিয়ার সাবেক গুপ্তচর ৬৬বছর বয়সী স্ক্রিপাল ও তার ৩৩বছর বয়সী মেয়ে ইউলিয়ার উপর নার্ভ এজেন্ট আক্রমণ হয়। পরে তাদের যুক্তরাজ্যের সেলিশবারি শহরের হোয়াইশায়ারে একটি বেঞ্চের ওপর গুরুতর অসুস্থাবস্থায় পাওয়ায় হাসপাতালে নেয় দেশটির পুলিশ। যুক্তরাজ্য নার্ভ এজেন্ট প্রয়োগের বিষয়ে রাশিয়াকে দায়ীকরে নিজেদের অবস্থান পরিষ্কার করতে মঙ্গলবার মধ্য রাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তাদের নির্দিষ্ট সময়সীমা শেষ না হতেই যুক্তরাজ্যের প্রতি নমুনা চেয়ে পাল্টা হুমকিটি এল। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়