শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফে (২য় পর্ব) লটারি-২০১৮ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

আবু সুফিয়ান রতন: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাফুফে (২য় পর্ব) লটারি-২০১৮- এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাফুফে লটারি-২০১৮ -এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার ৬২৪টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। দাবিকৃত পুরস্কারের টিকেট জমা দেওয়া মাত্রই যাচাই-বাছাই করে পুরস্কার প্রদান করা হবে। দেশের সকল ব্যাংকসহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানসমূহ বিশেষ করে ‘বিজিএমইএ’ টিকেট বিক্রয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে।

দেশের বিভিন্ন জেলার প্রশাসকগণ আগামী ২০ মার্চ প্রতিটি জেলায় একযোগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাফুফে লটারির টিকেট বিক্রি কার্যক্রম শুরু করবেন।

উল্লেখ্য, সরকার বাফুফে’র তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি জাতীয় লটারী দেশব্যাপী আয়োজনের অনুমতি দিয়েছে। বাফুফে লটারির টিকেট বিক্রয় করে যে অর্থ সংগ্রহ হবে তা শুধুমাত্র দেশের ফুটবলের উন্নয়নে ব্যয় করবে।

ইতিপূর্বে ২০১৪ সালের বাফুফে ১ম পর্ব লটারী সফলভাবে সম্পন্ন হয়। প্রথমপর্ব লটারিতে বাফুফে এক কোটি টাকার বেশী নীট লাভ করে। বর্তমানে দ্বিতীয় পর্ব লটারীতে দুই কোটি টাকা তহবিল সংগ্রহের আশা করছে বাফুফে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সকল মোবাইল ফোন কোম্পানী বাফুফের ২০ টাকা মূল্যমানের টিকেট এসএমএস-এর মাধ্যমে বিক্রয়ে এগিয়ে এসেছে। মোবাইল থেকে বিএফএফ লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩২৯-এই নম্বরে। ফিরতি মেসেজ-এর মাধ্যমে জানা যাবে আপনার ভাগ্যের টিকেট নাম্বারটি। যার টেকনিক্যাল পার্টনার এসএসএল ওয়্যারলেস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লটারি পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও লটারি পরিচালনা প্রতিষ্ঠান জে. কে ইন্টারন্যাশনালের কর্ণধার ও বাফুফে লটারির প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির।

এছাড়া বাফুফের সিনিয়র নেতৃবৃন্দ ও লটারির টিকেট বিক্রয়ের কমিশন এজেন্টগণ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়