শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ: ওবায়দুল কাদের ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরগঞ্জে জাপা ও নাসিরনগরে আ.লীগ প্রার্থী বিজয়ী

মুরাদ হাসান : দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই মঙ্গলবার জাতীয় সংসদের দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আ.লীগ সমর্থিত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)শূন্য আসনের উপ-নিবার্চনে বড় ধরনের কোন বিশৃংখলা ছাড়াই মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। বেসরকারী ফলাফলে ৭৪টি কেন্দ্রের ভোট সংখ্যায় আওয়ামীলীগ প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়  পার্টির রেজোয়ান আহমেদ(লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ নৌকার প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে বিজয় হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া নয়টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
এদিকে সকাল ৮টা ভোট কেন্দ্র গুলোতে র‌্যাব,বিজিবি,পুলিশ নিয়ে কয়েক স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৭৪টি কেন্দ্রে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭৪টি কেন্দ্রে ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৯ জন।

রফিকুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা) পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট।

এছাড়া গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) পেয়েছেন ৭১১ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) পেয়েছেন ৪১৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তা এবং রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন মঙ্গলবার রাত ৯টায় জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ভোটারের মধ্যে ১০৯টি কেন্দ্রে ১লাখ ৪৮ হাজার ৯৬৭ ভোট প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়