শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলার সঙ্কট কাটাতে মনোহরা গ্রামের মহতি উদ্যোগ

মাছুম বিল্লাহ : দেশের ফুটবলার সঙ্কট কাটাতে একটি মহতি উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম মনোহরা। দীর্ঘকাল থেকে এ অঞ্চলে ফুটবলারের আঁতুড়ঘর হিসেবে পরিচিত  এই গ্রামটিতে দুই মাস ব্যাপী ফুটবল ক্যাম্পিং শুরু হয়েছে।

মঙ্গলবার এই ফটবল ক্যাম্পিং  এর উদ্বোধন করেন এ অঞ্চলের ফুটবল প্রেমী উল্লাপাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন। এ সময় ক্যাম্পিং পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সমাজসেবী কাজী রুহুল আমিন এবং সাবেক ফুটবলার ও উল্লাপাড়া ফুটবল একাডেমির পরিচালক নয়ন সরকার উপস্থিত ছিলেন।

ঐতিয্যবাহী মনোহরা ফুটবল ক্লাবটি তৃণমূল পর্যায়ের ৩০ জন ফুটবলারদের নিয়ে এই ক্যাম্প শুরু করেছে। এতে প্রধান প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন সিরাজগঞ্জের পরিচিত ফুটবলার  মো. রেজাউল ইসলাম রোনজু এবং সহকারি হিসেবে আছেন শ্রী শুভাস চন্দ্র সীল।

এ ক্যাম্প আয়োজনের বিষয়ে একাডেমির পরিচালক নয়ন সরকার বলেন, ফুটবলারদের গ্রাম হিসেবে আমাদের এই গ্রামটি পরিচিত। আমাদের গ্রামের ফুটবলারা জাতীয় পর্যায়ে ফুটবল খেলে। বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য মো. আব্দুল্লাহ আমদের গ্রামের সন্তান। এ গ্রামের মাঠে খেলেই এখন জাতীয় দলের অপরিহার্য সদস্য হয়েছে।

নয়ন বলেন, ফুটবলের প্রতি ভালবাসা থেকেই এই ক্যাম্পের আয়োজন করেছি। আর বর্তমান প্রজন্মের কিশোর-যুবককদের মাদকের কবলে থেকে বাঁচানোর প্রতিও আমরা দৃষ্টি দিয়েছি। সবথেকে বড় কথা দেশে ফুটবলারের অভাব পূরণের পাশাপাশি আবহমান কালের ঐতিয্যবাহী এই ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর  জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়