শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একশ পর্ব পেরিয়ে ‘ভালোবাসার রং’

আবু সুফিয়ান রতন: একশতম পর্ব পার করলো প্রতিদিনের ধারাবাহিক ‘ভালোবাসার রং’। গতকাল প্রচারিত হয় ধারাবাহিকটির শততম পর্ব। আজ প্রচার হবে পর্ব-১০১। গত বছরের ১৫ অক্টোবর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয় ধারাবাহিকটি। অরিন্দম গুহর রচনা ও আশিষ রায় এর পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, রাত ৯টায় প্রচার হচ্ছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ডলি ইসলাম, বাবুল আহমেদ, চন্দা মাহজাবিন, শিরিন আলম, নাবিলা, সানজিদা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

তিতি নামটা শুনলেই মনে হয় কোন বাচ্চা মেয়েকে বুঝি ডাকা হচ্ছে। কিন্তু চৌধুরী বাড়ির তিতির ক্ষেত্রে বয়সের ব্যাপারটা কিন্তু আদতে তা নয়। সে এখন কলেজে পড়ে। আর বাড়ির কেউ তাকে তিতি বলে ডাকলে খানিকটা অভিমানের সুরে বলে ‘আমি তো বড় হয়ে গেছি, আমাকে আর এই নামে ডাকবে না আসল নামে ডাকবে। কিন্তু কে শোনে কার কথা, দাদা-দাদু, মামা-মামী সবাই তাকে তিতলি না বলে তিতি বলেই ডাকে। তিনি ছোটবেলায় বুঝতে যে তার বাবা মা কোথাও বেড়াতে গেছে কিছুদিন পরেই ফিরে আসবে। কিন্তু এখন সে বড় হয়েছে, তাই বুঝতে পারে যে তার বাবা মা আর কখনোই ফিরে আসবে না। তিতি বড় হয়েছে তার এখন কলেজে বন্ধুও হয়েছে। কিন্তুু তিতি যাকে বন্ধু ভাবে সেই নিলয় কিন্তুু তিতিকে শুধু বন্ধুত্বের চেয়ে একটু বেশিই ভাবে। তিতির মামাতো বোন নদী। দুজনে খুব বন্ধুত্ব।

ঘটনাক্রমে এমন এক সময় আসে যখন তিতি বুঝতে পারে যে সে নিলয়কে ভালোবাসে। কিন্তু এরই মধ্যে নদীও নিলয়কে ভালোবাসতে শুরু করেছে। একসময় নিলয়ের সাথে নদীর বিয়ের কথাও শুরু হয়। এমনই এক ঘটনা নিয়ে আবর্তিত ধারাবাহিক ‘ভালবাসার রং’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়