শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকের কুর্দিস্তান থেকে বিমান নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাইদুর রহমান : ইরাকের কুর্দিস্তানের উপর থেকে বিমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কুর্দিস্তানের স্থানীয় সরকার বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি মঙ্গলবার বলেছেন, কুর্দিস্তানের আরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট আবারও শুরু হয়েছে। সরকার এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এরআগে ইরাকের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা এবং আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতা প্রশ্নে গণভোটের আয়োজন করার কয়েক দিন পরই ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। কুর্দিস্তানের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ থাকলেও অভ্যন্তরীন ফ্লাইট চালু ছিল।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ইরাক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য কুর্দিস্তানের আঞ্চলিক সরকার গণভোটের আয়োজন করে। কিন্তু ইরাক সরকার তা মেনে নিতে অস্বীকার করে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরান ও তুরস্ক কুর্দি সরকারের ওই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। এরপর কুর্দি কর্তৃপক্ষ ওই গণভোটের ফলাফল বাতিল ঘোষণা করে।

সূত্র : আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়