শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের ১দিনের কর্মসূচী ঘোষণা

শিমুল মাহমুদ : ছাত্র নেতা জাকির হোসেন মিলনকে রিমান্ডে নির্যাতনের মাধ্যমে হত্যা এবং চট্টগ্রাম হাটহাজারী সোহেল রানাসহ বরগুনার পাথরঘাটা ছাত্রদলের আসাদুজ্জামানকে নির্মমভাবে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে ১ দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এ কর্মসূচীর ঘোষণা করেন।

প্রসংঙ্গত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে গত ৬ মার্চ প্রেসক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে রমনা থানার পুলিশ আটক করে। আদালত থেকে ৩ দিনের পুলিশের রিমান্ড নিয়ে বর্বর নির্যাতনের ফলে অসুস্থ অবস্থায় তাঁকে কারাগারে প্রেরণ করে। ১২ মার্চ সকালে কারাগারে জাকির ইন্তেকাল করে।

গত ৫ মার্চ চট্টগ্রামের হাটহাজারী পৌর ছাত্রদল নেতা সোহেল রানাকে বেলা ৩টা ৩০ মিনিটে হাটহাজারি স্বাস্থ্য কমপ্রেক্স এর সামনে ছাত্রলীগ সন্ত্রাসী তারেক, আরিফ, আবদুল হান্নান, লিটন, তৈয়ব, ছায়েম, আজিম উদ্দিন, শাখাওয়াত, শাকিব, নাঈম, বাবু, শরিফসহ ছাত্রলীগের ২৫-৩০জন সন্ত্রাসী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

গত ২৩ ফেব্রয়ারি বরগুনার পাথরঘাটা পৌর ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে ছাত্রলীগ সন্ত্রাসী আতুন সোহাগ নির্মমভাবে কুপিয়ে আহত করার পর গত ৯ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন

আগামীকাল ১৪ মার্চ বুধবার দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ আগামীকাল ১৪ মার্চ বুধবার দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশরে কর্মসূচী পালন করার আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়