শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা : আহত ৫

সাইদুর রহমান : ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদ-উল্লাহ এর গাড়ি বহর বোমা হামলার স্বীকার হয়েছে। হামলায় ৫ জন আহত হয়েছে। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। হামলার পর নিরাপত্তাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ ও গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজের গাড়িবহর গাজার বেইত হানুন চেক পয়েন্ট পার হওয়ার পরপরই বোমার বিস্ফোরণ ঘটে। এতে তাদের কোনো ক্ষতি হয় নি। তবে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে হামলার জন্য একে অপরকে দুষছে ফাতাহ ও হামাস। ফাতাহ হামলার নিন্দা জানিয়ে হামাসকে (ইসলামি প্রতিরোধ আন্দোলন) দায়ী করেছে। তবে হামাস বলেছে, ফিলিস্তিনিদের ঐক্য বিনষ্ট করতে শত্রুরা এই হামলা চালিয়ে থাকতে পারে। একইসঙ্গে শত্রুরা গাজার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করতে চায়।

হামলার পর গাজার একটি পানি শোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী হামদাল্লাহ। ২০১৭ সালে কায়রোতে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্য চুক্তি সইয়ের পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার গাজা উপত্যকা সফর করলেন। সূত্র : আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়