শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে আরও সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ ও টি-২০ সিরিজের খেলে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাছাড়া, বাংলাদেশ, ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ চলমান আছে। তবে টাইগারদের বিপক্ষে আবারও সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কটাও বেশ ভালো। আগামীতে বাংলাদেশের বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা। পূর্ণাঙ্গ সিরিজও আয়োজন করতে পারে দুই দেশ।

সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান থিলান সুমাথিপালা। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সুমাথিপালা বলেন, “বাংলাদেশ আমাদের ক্রিকেটের অন্যতম প্রিয় বন্ধু। তাদের সহযোগিতা আমরা ভুলবো না। বিসিবি প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে। সুযোগ পেলেই দুই দেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।”

এদিকে, অন্য মহাদেশ যেখানে ক্রিকেটে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে, এশিয়া মহাদেশ পারছে না। ঐক্যের অভাবেই এই সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য নিজেদের মধ্যে বেশি সিরিজ খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক এই সভাপতি জানিয়েছেন, “অন্যান্য মহাদেশ যেখানে ক্রিকেটে অনেক এগিয়ে গেছে সেখানে আমরা নিজেদের মধ্যে ঐক্যের অভাবে তা পারছি না। আমাদের নিজেদের মধ্যে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়