শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনুষত্ববোধ থাকলে কখনও প্রশ্নফাঁস করবে না

দেল মাহফুজা হোসাইনী : প্রশ্নফাঁস যে হচ্ছে সেখানে আগে আমাদের নিজেদের ভিতরে নিজেদের নৈতিকবোধকে শক্তিশালী করতে হবে। প্রশ্নফাঁস করে আমাদের নিজেদের যুবসমাজকে ধবংস করে দেওয়া হচ্ছে। প্রশ্নফাঁস রোধ করতে হলে আমাদের এই শিক্ষিত যুব সমাজকে ঠিক হতে হবে। আগে আমাদের পরিবার থেকে আগে ঠিক হতে হবে। যারা এই প্রশ্নফাঁস করছে তারাতো কোন একটি পরিবারেরই সন্তান। আগে আমার ছেলে, আমার মেয়ে, আমার বোনকে সচেতন করি, এভাবে আমাদের যত পরিবার আছে সবাই সবার পরিবার সচেতন করি, তাহলে আর প্রশ্নফাঁস হবে না। আগে আমাদের আমাদের সমাজের মানুষেরা ঠিক হতে হবে।
একটি মানুষের যতক্ষণ মনুষত্ববোধ থাকবে সে কখনও প্রশ্নফাঁস করবে না।

একটি মানুষ প্রশ্নফাঁস করলে তার সাথে সাথে আরো লোক প্রশ্নফাঁসের সাথে জড়িয়ে পড়ে। সুতরাং এই প্রশ্নফাঁস রোধের জন্য পরীক্ষার যেকোন নতুন নিয়ম চালু করলে, সেটি আমাদের শিক্ষকরা মানতে বাধ্য। প্রতি বছর ক্লাস ওয়ান এর প্রশ্নফাঁস হচ্ছে, ক্লাস টু এর প্রশ্নফাঁস হচ্ছে পিইসি এর প্রশ্নফাঁস হচ্ছে। এর পর চাকরির নিয়োগ পরিক্ষার প্রশ্নফাঁস হচ্ছে। এরপর জেএসসি, এসএসসি, এইচএসসি যত পরীক্ষা হয়, তার প্রত্যেকটি পরিক্ষার প্রশ্নফাঁস হচ্ছে। এই প্রশ্নফাঁস করছে আমাদেরই কোন মানুষ।

আমাদের আগে সঠিক মানুষ হতে হবে। আমরা আমাদের ছাত্রীদের সঠিক ভাবে গাইড করি এবং সঠিকভাবে পড়াশুনা করাই। আমরা তাদের প্রত্যেকটি সাবজেক্টর মূল বই পড়াচ্ছি। আমাদের ছাত্রীদেরকে রিটেন এবং এমসিকিউ দুটি বিষয়ে তাদের ধারণা দিয়ে থাকি।

এখন তারা মূল বই পড়লে তাদের যেখান থেকে প্রশ্ন আসে না কেন, তারা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। বই পড়লে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ, বইয়ের বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে না। এখন প্রশ্ন যত নতুন নিয়মের হোক না কেন, সেটি তো আর বইয়ের বাইরে থেকে হবে না।

এখন গণশিক্ষা মন্ত্রনালয় এমসিকিউ উঠিয়ে দিলে সেটি মন্ত্রণালয় থেকে সেভাবে প্রশ্ন করবেন। ছাত্রছাত্রীরা যেন সেইভাবে সঠিক সময়ে, সঠিকভাবে উত্তর দিতে পারে। আমাদের সময়ে আমরা পড়াশোনা করেছি। আমি প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করছি। আমি আমার স্কুলের ছাত্রীদের শিক্ষা দিয়ে যাচ্ছি।

আমরা যদি চলতে পারি, তাহলে নতুন ছেলে মেয়েরা কেন পারবে না? যেসব শিক্ষকরা প্রশ্ন তৈরি করেন তারা অবশ্যই সেইভাবে চিন্তা ভাবনা করে প্রশ্ন করবেন, যেন ছাত্র-ছাত্রীরা ৩ ঘন্টার ভিতরে প্রশ্নের উত্তর দিতে পারেন। এদেশের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদের।

পরিচিতি : প্রধান শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়