শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারকে আটকাতে ব্রাজিল যাচ্ছেন পিএসজি প্রেসিডেন্ট

এম ‍এ রাশেদ : নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদদের নাম জড়িয়ে জল্পনা যত বাড়ছে, তত টেনশনে পড়ছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। প্যারিস সাঁ সাঁ’র কাতারি মালিক ধৈর্য্য ধরে রাখতে না পেরে তাই উঠে পড়ছেন ব্রাজিলের বিমানে। নেইমারের সঙ্গে মুখোমুখি কথা বলতেই সেখানে যাচ্ছেন তিনি। খেলাইফি সঙ্গে নিয়ে যাচ্ছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরকেও।

নেইমারের রিয়ালে যাওয়া কিংবা আবার বার্সেলোনায় ফেরার খবরে নড়েচড়ে বসেছেন কাতারের আমিরও। কাতার ও স্প্যানিশ মিডিয়ার খবর, পিএসজি নিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এতটাই চিন্তিত যে, নেইমারকে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।
পিএসজি ও নেইমারকে ঘিরে এই দুই খবরে ইউরোপ জুড়ে হইচই। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে রিহ্যাবে আছেন নেইমার। এই মৌসুমে পিএসজির হয়ে খেলার সম্ভাবনা নেই। হয়তো সরাসরি রাশিয়া বিশ্বকাপেই ব্রাজিল দলের সঙ্গে যাবেন।

লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর অস্ত্রোপচারের জন্য যান ব্রাজিলে। ইনজুরির জন্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে পারেননি। রিয়ালের কাছে হেরে ইউরোপ সেরার আসর থেকে বিদায় নিয়েছে পিএসজিও।

বহু কাক্সিক্ষত চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ের পর স্পেন-সহ ইউরোপের গণমাধ্যমে খবর, ৪০ কোটি ইউরো টান্সফার ফি দিয়ে নেইমারকে পেতে চায় রিয়াল। এই খবরেই সিঁদুরে মেঘ দেখছেন নাসের আল খেলাইফি। তাই কোনো ঝুঁকি না নিয়ে উড়ে যাচ্ছেন ব্রাজিলে।

পিএসজিতে নেইমারের চুক্তি আছে ২০২২ পর্যন্ত। তার আগে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চাইছেন না নাসের।

রিয়াল সংযোগের খবরের মধ্য আবার নতুন খবর বের হয়, নেইমার নাকি বার্সেলোনার পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলছেন এবং জানিয়েছেন, বার্সা ছাড়া ভুল হয়েছিল। এই খবরের পরই নড়েচড়ে বসেন কাতারের আমির। নেইমারকে বিক্রির উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন কাতারি মালিকানায় থাকা ক্লাবের উপর। চ্যানেলআইঅনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়