শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত বিশ্বের একটি বিচিত্র দেশ

রবিউল আলম : ভারত বিশ্বের একটি বিচিত্র দেশ। ভারতের আবহাওয়া, নদী-নালা, পাহাড়-পর্বত, জনসাধারণ সবখানে বিচিত্র আচরণ অনুভব হয়। তবুও ভারত ধর্মীয় আচরণ থেকে ম্ক্তু থেকে ভারতের অখন্ডতা টিকিয়ে রেখেছে। শাসন ব্যবস্থায় আঞ্চলিকতার প্রাধান্য দিয়ে আঞ্চলিক সরকার বজায় রেখে চলেছে। কেন্দ্রের শাসন চাপিয়ে না দিয়ে রাষ্ট্রের ক্ষমতা জোর করে দখল না করে, জনগণের মন জয় করেও ক্ষমতা দখল করা যায়, বার বার ভারতীয় রাজনৈতিক দলগুলো তা প্রমাণ করেছে।

সাধারণ মানুষ কল্পনাও করে নাই ত্রিপুরা ও আসাম শাসন করবে ভারতের বিজিপি, এমনকি কাশ্মীরের শাসনভারও গ্রহণ করেছে তারা। কি আছে ভারতের বিজিপিতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভোট আদায় করছে। ভোটের খেলা শেষ হলেই আবার সবকিছু ভুলে যাচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী ইসরাইল সফর করছে, অন্যদিকে ফিলিস্তিনি সরকারের আমন্ত্রণ রক্ষা করে চলেছেন। গোরক্ষা কমিটিকে হুশিয়ারি দিচ্ছেন, রামমন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন।

বিচিত্র দেশ ভারত এবং বিচিত্র এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সীমান্তে উত্তেজনা প্রতিরোধে ব্যয় কমিয়ে এনেছেন জনগণ ও সরকারের মন জয় করে। পাকিস্তানের নওয়াজ শরীফের সাথে বিনা আমন্ত্রণে উড়ে গিয়ে বৈঠক করেছেন। আসামের মুসলিম বাঙ্গালিদের দীর্ঘদিনের সমস্যা নাগরিক সনদপত্র এনআরসি দেয়া শুরু করেছে, সম্পন্ন করতে সময় লাগবে, তবে শুরু করার জন্য বিজিপি সরকারকে ধন্যবাদ মুসলিমদের পক্ষ থেকে। অনেকেই আশংকা করছেন মায়ানমার রোহিঙ্গাদের মত আসাম থেকে মুসলিম জন¯্রােত আসবে বাংলাদেশে।

আমার জন্ম আসামে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আসাম বাঙ্গালি ছাড়া চলতে পারবে না, চলবেও না। আসামে বাঙ্গালি মুসলিমদের আধিপত্য ও ব্যবসা বাণিজ্য আসামকে উন্নয়নের পথ দেখিয়েছে। উন্নত আসাম ও ভারত গড়তে চাইলে মুসলিম বিদ্বেষ পরিহার করতে হয়, যেটা নরেন্দ্র মোদী বুঝেছেন। একটু পেছনে যেতে চাই, বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপায়ীকে সালাম করতে গিয়েছিলেন, বাজপায়ী মানবতাবাদী নেতা।

নরেন্দ্র মোদী তাকে অনুসরন করছেন। ভোটের জন্য যা কিছুই বলুন না কেন, ভারতের অখন্ডতা টিকিয়ে রাখতে ধর্মবিদ্বেষ হলে চলবে না। তবে বিভিন্ন জাতীগোষ্ঠী ও ধর্মের মানুষকে সন্তুষ্ট করে ভোট আদায় করাও যেনতেন বিষয় নয়। ভোট আদায় করতে যা বলার বলবেন, যা করার তাই করবেন। বিচিত্র দেশের, বিচিত্র মানুষের জন্য বিচিত্র রাজনীতি ছাড়া আর কি করার আছে ? তবে ভারত আর যা কিছু করুক, বাংলাদেশের সাথে রোহিঙ্গা ইস্যু সৃষ্টি করবে না।

বড় দেশের বড় ব্যথা, বড় লোকের চাহিদা অনেক, কিছু দরিদ্র কর্মী না থাকলে রাস্তায় চলতে পারবে না, সম্পত্তিও রক্ষা করতে পারবে না। তেমনি এই মূহুর্তে ভারত বাংলাদেশ ছাড়া চলতে পারবে না। ভারতীয় বাণিজ্য, সীমান্ত, যোগাযোগ, অর্থনৈতিক নিরাপত্তা অনেকাংশে বাংলাদেশের কাছে নির্ভরশীল।

ভারত থাকতে বাংলাদেশের বন্ধুর প্রয়োজন নাই। তাই ভারতের স্বার্থে বাংলাদেশকে বন্ধু খোঁজ করতে বাধ্য করবে না। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ কখনো নাক গলাবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতেও পিছু পা হবে না। বাঙ্গালিকে সীমান্ত নিরাপত্তায় শান্তি দিয়ে ঘুম পাড়ানো যাবে ঠিকই, কিন্তু ঘুম ভাংলে বিচিত্র ভারতকে বিচিত্র জবাব দিতেও দ্বিধাবোধ করবে না বাংলাদেশ।

লেখক : ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি/ সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়