শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে গার্দিওলার দল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। সোমবার ডেভিড সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে গার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সিলভা। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার।
বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্টোক সিটি। তবে মার্টিনস ইন্ডি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালের দিকে মারলে শেষ সময় কর্নারের বিনিময়ে বল ঠেকান সিটির গোলরক্ষক।

বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় গোল করেন সিলভা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার। বাকি সময় বলের নিয়ন্ত্রণ নিয়ে খেললেও আর গোলের দেখা পায়নি সিটি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এ জয়ে ৩০ ম্যাচে ৮১ পয়েন্টে শিরোপা জয়ের কাছে ম্যানচেস্টার সিটি। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।

শেষ আট ম্যাচে মাত্র তিনটি জয় পেলেই কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানচেস্টার সিটি। অবশ্য আগামী দুই রাউন্ডে এভারটন ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গার্দিওলার শিষ্যদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়