শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কি হচ্ছে কোচ নিয়ে!

স্পোর্টস ডেস্ক: মার্চের ৭ তারিখ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন টাইগারদের হেড কোচ নিয়োগের বিষয়টি তারা চূড়ান্ত করে ফেলেছেন। সে সময় নাম না বললেও, ‘চেনা জানা’ কেউই বাংলাদেশের কোচ হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তারপর থেকেই গুঞ্জন ইংল্যান্ড দলের সহকারী কোচ পল ফ্যারব্রেসকে নিয়ে। সাম্প্রতিক খবর, কোচ হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তির খুব কাছাকাছি গিয়েও সরে দাঁড়িয়েছেন ৫০ বছর বয়সী ফ্যারব্রেস।

ইএসপিএন-ক্রিকইনফোর কাছে নাম গোপন করার শর্তে একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহেই বিসিবি ও ফ্যারব্রেস চুক্তির খুব কাছাকাছি চলে গিয়েছিল। তবে হঠাৎ করেই ফ্যারব্রেস সে অবস্থান থেকে সরে দাঁড়ান। এবং বিসিবি’কে জানিয়ে দেন, বাংলাদেশের কোচ হিসেবে যোগ দেবেন না। এ বিষয়ে অবশ্য বিসিবি ও ফ্যারব্রেস কোন মন্তব্য করতে রাজি হননি।
এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহেই টাইগারদের নতুন কোচ যোগ দেবেন জানিয়ে পাপন বলেছিলেন, ‘আমরা আমাদের হেড কোচ চূড়ান্ত করেছি। তবে এই মুহূর্তে তার নাম বলব না। আমি বলতে পারি, তিনি আমাদের চেনা জানা মানুষ, চন্ডিকা হাথুরুসিংহের মতো অপরিচিত নন।’

কিন্তু ১১ মার্চ পাপন নিদাহাস ট্রফির পর কোচ হওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ নেয়ার জন্য বোর্ডকে পরামর্শ দেন। তিনি বলেছেন, ‘এই সিরিজের (নিদাহাস ট্রফি) পর আমরা বিষয়টি চূড়ান্ত করব। আমরা তাদের ইন্টারভিউর জন্য ডেকেছি। আমাদের ২/৩ জন প্রার্থী আছে। আশা করি এ মাসের মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করতে পারব।’
এর আগে ডিসেম্বরে রিচার্ড পাইবাস ও ফিল সিমন্সের ইন্টারভিউ নিয়েছিল বিসিবি। তবে দু’জনই পরে অন্য দেশের সাথে কাজ শুরু করেন। পাইবাস ওয়েস্ট ইন্ডিজ ও সিমন্স আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়