শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলনবিলে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ

জাকির আকন, চলনবিল: চলনবিলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এল, জি,ই,ডির) এর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পত্তি জালিয়াতি মাধ্যমে রেজিষ্ট্রি হওয়ায় সমিতির অফিস ভবনসহ ৫০ লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং সমিতির সভাপতি প্রতারক রবিউল করিম এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে ও অভিযোগ উঠেছে। সমিতির সদস্য শাহিন আলম স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গত ৪মার্চ লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার উত্তর ভদ্রাবর্তী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কলা মুলা মৌজায় ১০ শতাংশ জায়গায় প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অফিস ভবন নির্মাণ করে । সমিতির সভাপতি রবিউল করিম সমিতির নির্মিত ভবনের জায়গাটি পিতা আব্দুর রহমানের কাছ থেকে ২০১০ সালে ২৭ আগষ্ট ( দলিল নং ৪৯৫৫/১০ )নিজ নামে রেজিষ্টি করে নেয়। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে উক্ত সম্পত্তির রেজিষ্ট্রির তথ্যটি গোপন করে আবার ও একই সম্পাত্তি তার পিতা আব্দুর রহমানকে দিয়ে সমিতির নামে ২০১২ সালে ১১ নভেম্বর ( দলিল নং ৩৮১৯/১২) রেজিষ্ট্রি করে দেন । সমিতির ভবনের সংলগ্ন জায়গায় রবিউল নিজের বাড়ী নির্মাণ করে সমিতির ভবন ও জায়গাটি অবৈধভাবে দখলে রেখে বসবাস করে আসছে । সমিতির ভবনের জায়গাটি রেজিষ্ট্রি সমিতির সভাপতি রবিউলের নামে আগে থাকার ফলে ৫০ লক্ষাধিক টাকা মূল্যর সরকারী সম্পদ আত্মসাৎ হচ্ছে । তার এই প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর সমিতির সদস্য শাহিন আলম স্থানীয় সরকার প্রকৌশর বিভাগ ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গত ৪মার্চ লিখিত অভিযোগ দেন । লিখিত অভিযোগ দেওয়ার ১ সপ্তাহ পরেও উপজেলা সমবায় কর্মকর্তা তদন্ত কাজ শুরু করেন নি। জালিয়াতি ও প্রতারণা ঘটনায় উপজেলা সমবায় ও এল.জি.ই.ডি’র সংলিষ্ট কর্মকর্তার দায়িত্ব অবহেলার জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া ও প্রতারণা জন্য রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শাহিন আলম ।

তাড়াশ উপজেলা এল.জি.ই.ডি’র উপজেলা প্রকৌশলী আহমেদ আলী এবং তাড়াশ উপজেলা সমবায় কর্মকর্তা জুলফিকার আহমদ জানান, একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে ।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আহসান হাবিব জিতু জানান,অভিযোগ পাওয়ার পর উপজেলা সমবায় কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে । অভিযুক্ত রবিউল করিম এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়