শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিন্ন প্রশ্নেই হচ্ছে এইচএসসি পরীক্ষা

হ্যাপী আক্তার: বিভিন্ন সময়ে প্রশ্ন ফাঁসের ঘটনা রোধ করতে ভিন্ন পদ্ধতিতে নানা সময়ে পরীক্ষা নেবার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত অভিন্ন প্রশ্নেই হচ্ছে এইচএসসি পরীক্ষা। অভিভাবকরা বলছেন অভিন্ন প্রশ্নে ফাঁসের ঝুঁকি থেকেই যাবে। এদিকে পদ্ধতি পরিবর্তনে শিক্ষামন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহ্বান শিক্ষাবিদদের।

এ বছর সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয় শিক্ষামন্ত্রণালয়। সে সময় বিভিন্ন মহল থেকে একই প্রশ্নে সব বোর্ডে পরীক্ষা না নেওয়ার আহ্বান জানানো হয়। তবে মন্ত্রণালয় স্বিদ্ধান্ত থেকে সরেনি। আর এসএসসি পরীক্ষার সব বিষয়ের প্রশ্নই ঘোষনা দিয়ে ফাঁস করেছে কয়েকটি চক্র।

আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষাও সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে নেওয়ার স্বিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

এদিকে অভিভাবকরা বলছেন, অভিন্ন প্রশ্ন কোনো জায়গা থেকে ফাঁস হলে, প্রভাব সারাদেশের শিক্ষার্থীদের উপর পড়ে। তাই এটি বাতিলে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে তারা।

এদিকে কর্তৃপক্ষ বলছে, এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সর্বচ্চ ব্যবস্থা নিচ্ছে তারা। অন্যা দিকে শিক্ষাবিদরা আহ্বান জানিয়েছেন সকল বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়ার জন্যে।

তবে এবারের এইচএসসি পরীক্ষায় চারসেট প্রশ্নে পরীক্ষা হবে। সূত্র : ইন্ডিপেনডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়