শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন রেকর্ড, তিন শিফটে ৫ হাজার টন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের একমাত্র ও বৃহৎ দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে ৩ শিফটে পাথর উত্তোলন হয়েছে ৫ হাজার মেট্রিক টন। যা পাথর খনির উৎপাদনের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের নিজস্ব তত্ত্বাবধানে পাথর খনির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে সেখানে প্রতিদিন মাত্র ৫শ’ থেকে ৭ শ’ মেট্রিক টন পাথর উত্তোলন হয়েছিল। ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি খনির দায়িত্বভার গ্রহনের পর তিন শিফট চালু করে প্রতিদিন পাথর উত্তোলন করে ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন। বর্তমানে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন উৎপাদন হচ্ছে।

খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম(জিটিসি)’র মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী বলেন, জিটিসি খনির দায়িত্বভার গ্রহণের পর থেকে খনির উন্নয়নের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। জিটিসির অধীনে বিদেশী দক্ষ খনি বিশেষজ্ঞ দল, খনি শ্রমিকরা ও দেশী প্রকৌশলীরা অতি দ্রুততার সাথে খনির ভূ-গর্ভে নতুন স্টোপ নির্মাণ ও খনি উন্নয়ন করে সফলতার সাথে তিন শিফটে পাথর উত্তোলন করছে।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এস,এম, নুরুল আওরঙ্গজেব বলেন, মধ্যপাড়া পাথর খনির ইতিহাসে আরেকটি মাইল ফলক। উৎপাদন বাড়ালে পাথর খনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে যা এখন আর কল্পনা নয় বাস্তব সত্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়