শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০২:৪৫ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আসনের উপ-নিবার্চনের ভোট গ্রহণ চলছে (ভিডিও)

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূন্য আসনে আজ মঙ্গলবার উপ-নিবার্চনের ভোট গ্রহন শুরু হয়েছে ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের শুরুতেই সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

এদিকে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন কেন্দ্রে মোতায়েন রয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে তিনটি করে ৩৯টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া ২০ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেষ্ট ও ৪জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেষ্ট নিবার্চনী এলাকায় দায়িত্ব পালন করছে। এ আসনে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪‘শ ১০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫‘শ ৯৯ জন। এদিকে ঝুঁকিপূর্ণ ৪৯টি কেন্দ্র নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ।

উল্লেখ, গত বছরের ১৬ই ডিসেম্বর মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী ছায়দুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়