শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লাইট বিএস২১১ বিধ্বস্তে বেঁচে আছেন ৯ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট : কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্তে মোট ৬৭ যাত্রীর মধ্যে নিহত হয়েছেন ৫০ জন। বাংলাদেশি ৩২ যাত্রীর মধ্যে জীবিত রয়েছেন ৯জন। এছাড়া প্লেনের চারজন ক্রুর মধ্যে কো-পাইলট ও একজন কেবিন ক্রু নিহত হয়েছেন।

সোমবার (১২ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সবশেষ ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘সবুজ কালিতে লিখা ব্যক্তিরা হলেন আহত। বাকিরা জীবিত নেই।

যারা জীবিত রয়েছেন তারা হলেন- শাহরিন আহমেদ, আলমুন নাহার অ্যানি, মো. শাহীন ব্যাপরি, মেহেদী হাসান, মো. কবির হোসেন,ইমরানা কবির হাসি, সৈয়দা কামরুন্নাহার, রেজওয়ানুল হক ও শেখ রাশেদ রুবায়েত ।
নিহত বাংলাদেশিরা হলেন- ফয়সাল আহমেদ, ইয়াকুব আলী, আলিফুজ্জ্মান, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আখতারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, রাকিবুল হাসান, সানজিদা হক, হাসান ইমাম, মো. নজরুল ইসলাম, আঁখি মনি, মিনহাজ বিন নাসির, এফ এইচ প্রিয়ক, তামাররা প্রিয়ম্মি, মতিউর রহমান, মাহমুদুর রহমান, তাহিরা তানভিন, পিয়াস রয়, উম্মে সালমা, অনিরুদ্ধ জামান, নুরুজ্জামান ও রাইকু জামান।

ক্রুদের মধ্যে কো-পাইলট পৃথুলা রশিদ ও খাজা হোসেন নিহত হন। পাইলট (ক্যাপ্টেন) আবিদ সুলতান ও অপর ক্রু মেম্বার কেএইচএম শফি বেঁচে আছেন।

তিনি আরো লিখেছেন ‘আহতদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা দেখা করেছেন। প্লেনের পাইলট (ক্যাপ্টেন) আবিদ সুলতান নরভিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়