শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকের বিভিন্ন এলাকায় আইএসের হামলায় নিহত ২৫

আব্দুর রাজ্জাক: ইরাকের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর একাধিক হামলায় নিহত অন্তত ২৫জন। হামলাগুলো গত রোববার থেকে বিভিন্ন সময়ে হয়েছে। নিহতদের মধ্যে একজন মেয়রসহ বেশকিছু সৈন্যও রয়েছে বলে জানিয়েছে সরকারি দফতর।

কিরকুক প্রদেশে একটি হাইওয়ে আটকিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আইএস অন্তত ১৫জনকে হত্যা করে বলে জানিয়েছে একজন পুলিশ কর্মকর্তা। তিনি এএফপি দেয়া সাক্ষাতকারে জানান, একই প্রদেশে অন্য একটি হামলায় তারা আরো অন্তত তিন জন সাধারণ নাগরিককে হত্যা করেছে। এভাবে তারা গত ২দিনে কিরকুকে বেশ কয়েকবার নিজেদের প্রদর্শন করেছে।

এদিকে মসুলে সেনা সদস্য ভেবে একজন মেয়র সহ আইএস অন্তত ৭জনকে হত্যা করেছে বলে একজন স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। সেনা সদস্যদের হত্যার উদ্দেশ্যে চালানো হামলাটিতে ঐ সাতজন ব্যক্তি ভুল লক্ষের স্বীকার হন বলে মন্তব্য করেন ঐ কর্মকর্তা। এভাবে তারা ঝটিকা হামলার মাধ্যমে আবারও নিজেদের উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ইরাক সরকার গত ডিসেম্বরে আইএসের উপর বিজয় ঘোষণা করেছিল।অন্যদিকে গত শনিবার শিয়া মিলিশিয়াদের পূর্ণ সামরিক মর্যাদা দিয়েছে ইরাক সরকার। শিয়াদের সামরিক মর্যাদা দেয়ার মাত্র একদিন পরই আইএস আবারও নিজেদের শক্তি জানান দেয়া শুরু করেছে। ইয়ন নিউজইরাকের বিভিন্ন এলাকায় আইএসের হামলায় নিহত ২৫

আব্দুর রাজ্জাক: ইরাকের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর একাধিক হামলায় নিহত অন্তত ২৫জন। হামলাগুলো গত রোববার থেকে বিভিন্ন সময়ে হয়েছে। নিহতদের মধ্যে একজন মেয়রসহ বেশকিছু সৈন্যও রয়েছে বলে জানিয়েছে সরকারি দফতর।

কিরকুক প্রদেশে একটি হাইওয়ে আটকিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আইএস অন্তত ১৫জনকে হত্যা করে বলে জানিয়েছে একজন পুলিশ কর্মকর্তা। তিনি এএফপি দেয়া সাক্ষাতকারে জানান, একই প্রদেশে অন্য একটি হামলায় তারা আরো অন্তত তিন জন সাধারণ নাগরিককে হত্যা করেছে। এভাবে তারা গত ২দিনে কিরকুকে বেশ কয়েকবার নিজেদের প্রদর্শন করেছে।

এদিকে মসুলে সেনা সদস্য ভেবে একজন মেয়র সহ আইএস অন্তত ৭জনকে হত্যা করেছে বলে একজন স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। সেনা সদস্যদের হত্যার উদ্দেশ্যে চালানো হামলাটিতে ঐ সাতজন ব্যক্তি ভুল লক্ষের স্বীকার হন বলে মন্তব্য করেন ঐ কর্মকর্তা। এভাবে তারা ঝটিকা হামলার মাধ্যমে আবারও নিজেদের উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ইরাক সরকার গত ডিসেম্বরে আইএসের উপর বিজয় ঘোষণা করেছিল।অন্যদিকে গত শনিবার শিয়া মিলিশিয়াদের পূর্ণ সামরিক মর্যাদা দিয়েছে ইরাক সরকার। শিয়াদের সামরিক মর্যাদা দেয়ার মাত্র একদিন পরই আইএস আবারও নিজেদের শক্তি জানান দেয়া শুরু করেছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়