শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৪ সালে রাশিয়াগামী বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন পুতিন

সাইদুর রহমান : ২০১৪ সালে রাশিয়ার সোচিতে অলিম্পিক গেমস শুরুর আগ মুহূর্তে হামলার আশঙ্কায় ছিনতাই হওয়া একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অলিম্পিকের নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে পুতিন জানতে পারেন, বিমানটিতে বোমা বহন করা হচ্ছে এবং সেটি ব্যবহার করে ২০১৪ সালের সোচিতে শীতকালীন অলিম্পিকে হামলা করা হতে পারে। পুতিনের সামনে ফিল্ম আকারে ঘটনাটি দেখানোর সময় এ তথ্য জানান।

পুতিন বলেন, অলিম্পিক শুরুর ঠিক আগ-মুর্হূতে আমাকে বলা হয়েছিল ইউক্রেন থেকে তুরস্কগামী একটি বিমান হাইজ্যাক করা হয়েছে। ছিনতাইকারীরা সোচিতে অবতরণের অনুমতি চাচ্ছে। সোচিতে তখন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য ৪০ হাজার মানুষ জড়ো হয়েছিল। তবে পরে জানতে পারি সেটি ভুল বার্তা ছিল। হুমকিদাতা যাত্রী মদ্যপ ছিল। তাই বিমানটিকে ভূপাতিত করা হয়নি।

পুতিন আরও বলেন, নিরাপত্তা কর্মকর্তারা তাকে বলেছিলেন এ ধরনের পরিস্থিতিতে জরুরি প্রক্রিয়া হচ্ছে বিমানটি ভূপাতিত করা। আমি তাদের বলেছিলাম, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কিন্তু এটি একটি ভুল বার্তা ছিল বলে কয়েক মিনিট পরই আমাকে জানানো হয়।

ওই ঘটনার কিছুক্ষণ পর অলিম্পিক কর্মকর্তাদের নিয়ে সোচির অলিম্পিক ভেন্যুতে পৌঁছান পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র : ইয়েনি সাফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়