শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স (ভিডিও)

সারোয়ার জাহান: নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকায় সংবাদ সম্মেলন করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা। তবে তাদের পরিচয় জানাতে পারেনি সংস্থাটি। ইউএস বাংলার জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম জানান, বিমানের বিধ্বস্তের এই ঘটনাকে প্রাথমিকভাবে নিছক ‘দুর্ঘটনা’ বলেই ধরে নিচ্ছেন তারা। তবে তাদের দুই কর্মকর্তা কাঠমান্ডু পৌঁছানোর পরপরই আরও তথ্য পাওয়া যাবে।

সোমবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর বারিধারায় ইউএস বাংলা এয়ারলাইন্স কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কামরুল ইসলাম জানান, ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি। যাত্রীদের মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, মালদ্বীপের একজন, চীনের একজন। ক্রুদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন আবিদ, ফার্স্ট অফিসার একজন, কেবিন ক্রু দুইজন। তিনি আরও জানান, যাত্রীদের মধ্যে পূর্ণবয়স্ক মানুষ ৬৫ জন এবং দুটি শিশু। বিমানের মডেল-Q8।

স্বজনদের ইমার্জেন্সির জন্য ০১৭৭৭-৭৭৭৭৬৬ নম্বরে কল দিতে বলা হয়েছে ইউএস বাংলার পক্ষ থেকে।

ইউএস বাংলা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ‘আটজন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। তাদের নাম ঠিকানা জানা যায়নি এখনও। আহতদের নেপালের চারটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এদিকে জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম আরও জানান, ‘ঢাকা থেকে ক্যাপ্টেন লুৎফরসহ দুজন কাঠমান্ডুতে যাচ্ছেন। তারা পৌঁছানোর পরই আমরা বিস্তারিত জানতে পারবো। নেপাল সিভিল এভিয়েশন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।’

কী কারণে এই ঘটনা ঘটলো জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘তিন বছরে ৩৬ হাজার ফ্লাইট আমরা পরিচালনা করেছি। এর আগে এমন কখনও হয়নি। ফলে আমরা এটা একটা দুর্ঘটনা বলেই মনে করছি।’

ইউএস বাংলা কার্যালয়ে উপস্থিত এসএম আবুল কামাল আজাদ নামে একজন জানান, তার বোন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী ও একই সংস্থার উম্মে সালমা অফিসের কাজে তিনদিনের জন্য নেপাল যাচ্ছিলেন। তাদের অবস্থা জানা যায়নি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিমের দুইজন আত্মীয় সেই ফ্লাইটে ছিলেন। একজন তার খালাতো বোন ও তার স্বামী।

ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা নেপালে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উদ্ধার কাজ সম্পন্ন হলে আহত ও নিহতের শনাক্ত করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি দ্রুত নেপালে একটি টিম পাঠাতে। আমরা নিজেরাও এখন নিশ্চিত হতে পারেনি কী হয়েছিল। আমাদের স্টেশন ম্যানেজারও দেশে রয়েছে। বিস্তারিত জেনে আমরা জানাতো পারবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়