শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৮, ১২:০৪ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০১৮, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানরা দখল করে নিল আফগানিস্তানের আরও একটি জেলা

ইমরুল শাহেদ : তালেবানরা ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারার একটি জেলা দখল করে নিয়েছে। কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। কয়েক ঘন্টা যুদ্ধের পর একটি বড় ধরনের তালেবান গ্রুপ রোববার রাতে আনার ডারা জেলাটি দখল করে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসের মেহেরী জানিয়েছে, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন এখনো তাদের সদরদপ্তরে রয়েছেন। আফগানিস্তানের বিশেষ বাহিনীর কাছে ফারা প্রদেশের অপর একটি জেলায় তালেবানরা শোচনীয় পরাজয় বরণ করার কিছু দিন পর তারা এই জেলাটি দখল করে নিয়েছে বলে জানান দেওয়া হলো। সরকার আপ্রাণ চেষ্টা করছে দরিদ্র ও বিচ্ছিন্ন এই প্রদেশটিকে নিয়ন্ত্রণ করার জন্য।

আল-জাজিরা জানিয়েছে, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা সোমবার সকালে ২০ জন নিরাপত্তা কর্মী নিহত বা আহত হওয়ার কথা স্বীকার করেছেন। প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লা খানে বলেছেন, ‘তালেবানরা সোমবার ভোরের দিকে সরকারি ভবনগুলোর উপর হামলা চালাতে শুরু করে। তারা বিভিন্ন দিক থেকে হামলা চালায়। তারা যদি জেলাটির কোথাও থেকে পিছু না হটে তাহলে পুরো জেলাই তাদের দখলে থেকে যাবে।’

প্রাদেশি কাউন্সিলের প্রধান ফরিদ বক্তার বলেছেন, ‘প্রায় ৩০০ তালেবান সদর দপ্তরে হামলা চালায়। আফগান নিরাপত্তা বাহিনী তালেবানদের পিছু হটিয়ে দিতে যুদ্ধ শুরু করেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়িই জেলাটি তালেবানদের দখল মুক্ত হবে।’ আরটি, আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়