শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়ামেন যুদ্ধের প্রেক্ষিতে গত পাঁচ বছরে সৌদি আরবের অস্ত্র আমদানি বেড়েছে ২২৫ ভাগ

লিহান লিমা: ইয়ামেনে বিধ্বংসী যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত পাঁচ বছরে সৌদি আরবের অস্ত্র আমদানির পরিমাণ বেড়েছে ২২৫ শতাংশ। সম্প্রতি এক সমীক্ষায় উঠে আসে, আন্তর্জাতিক সমালোচনার মুখেও যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে হামলার জন্য সৌদির অস্ত্র আমদানির পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। সৌদি আরব ইয়ামেনে হামলার জন্য বেশিরভাগ অস্ত্র আমদানি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে।

সুইডেন ভিত্তিক ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ এর চালানো তদন্তের এই ফলাফল সোমবার প্রকাশ করা হয়। এই সমীক্ষায় দেখা যায়, ইয়ামেন যুদ্ধ শুরু হওয়ার পর সৌদিআরব যুক্তরাষ্ট্র থেকে ৬১ ভাগ ও ব্রিটেন থেকে ২৩ ভাগ অস্ত্র আমদানি করে, এই যুদ্ধকে কেন্দ্র করে এশিয়া ও মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ করে মার্কিন অস্ত্র বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বৈশ্বিক অস্ত্র আমদানিকারক দেশগুলোর এক সমীক্ষায় দেখা যায়, সৌদি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। প্রথম অস্ত্র আমদানি কারক দেশ হিসেবে আছে ভারত। আর বিশ্বব্যাপি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির হার ২৫ ভাগ।

২০১৫ সালের মার্চে ইয়ামেনের সাবেক রিয়াদ-সমর্থিত সরকারকে আবার ক্ষমতায় বসানোর জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক সমর্থন নিয়ে ইয়ামেন আক্রমণ করে। ২০১৭ সালের মে তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সৌদি সফরে দেশটির সঙ্গে ১১০ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি স্বাক্ষর করেন।

অন্যদিকে ২০১৫ সালের মার্চ থেকে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির হার ৫০০ ভাগ বেড়ে যায়। এই পর্যন্ত সৌদি আরব যুদ্ধবিমান, প্রিসিশন-গাইডেড বোম ( যা লক্ষ্যবস্তুতে নিজ থেকে আঘাত হানতে সক্ষম), মিসাইলসহ ৬.৪ বিলিয়নেরও বেশি সামরিক সরঞ্জাম আমদানি করে। শুক্রবার ব্রিটেন সফরকালে সৌদি যুবরাজ দেশটির সঙ্গে ৪৮টি টাইফুন জেট ফাইটার বোম্বার ক্রয়ের চুক্তি করে । এই পর্যন্ত ইয়ামেনে সৌদি হামলার পর হাজারো নাগরিক নিহত হয় যাকে বিশ্বের সবচেয়ে জঘন্য মানবিক সংকট বলে অভিহিত করা হয়ে। এই সময়েই সৌদি আরব ৭৮টি কমব্যাট এয়ারক্রাফট, ৭২টি কমব্যাট হেলিকাপ্টার, ৩২৮টি ট্যাংক এবং ৪ হাজার পরিহন সরঞ্জাম আমদানি করে। ফার্স নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়