শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানভীর ও আনজুমের বোলিংয়ে খেলাঘরের জয়

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ছয় উইকেটে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। নয় ম্যাচ খেলে এটি তাদের পঞ্চম জয়। অন্যদিকে, নয় ম্যাচ খেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এটি পঞ্চম হার।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৬৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের পক্ষে তানভীর হায়দার সর্বোচ্চ ৫২ রান করেন।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পক্ষে তানভীর ইসলাম ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে চারটি উইকেট নেন। আট ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন আনজুম আহমেদ। এছাড়া মাসুম খান ১টি ও মঈনুল ইসলাম ২টি করে উইকেট নেন।
পরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৪০ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন অশোক মেনারিয়া। ৪৯ রান করে আউট হন রাফসান আল মাহমুদ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে সাজেদুল ইসলাম ১টি, সোহাগ গাজী ১টি ও রবিউল হক ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন তানভীর ইসলাম। ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়