শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০৫:১১ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

মো. কামাল হোসেন: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইউরোকপ্টার এএস৩৫০ হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

সিটি পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, উদ্ধারকারী ডুবুরিরা আহত ওই তিন জনকে পানির নিচ থেকে তুলে নিয়ে আসে, নিহত দুজনের লাশও উদ্ধার করেছে তারা। পাইলট হেলিকপ্টারটি থেকে বের হয়ে যেতে পেরেছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক শহর দমকল বিভাগ।

হেলিকপ্টারটিতে ছয় জন আরোহী ছিলেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। হেলিকপ্টারটি একটি ফটো শ্যুটে অংশ নিচ্ছিল, এরই এক পর্যায়ে রুজভেল্ট দ্বীপের কাছে এটি পানিতে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লাল একটি হেলিকপ্টার নিচের দিকে নামতে নামতে পানিতে পড়ে যায়। এর পাখনাগুলো তখনও ঘুরছিল, এক পর্যায়ে সেটি খণ্ড খণ্ড হয়ে যায়।

এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে ‘শোকাবহ’ ঘটনা বলে বর্ণনা করেছেন নিউ ইয়র্ক শহর দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো। হেলিকপ্টারটি ১৫ মিটার পানির নিচে তলিয়ে গেছিল তাই আরোহীদের বাঁচাতে ডুবুরিদের অত্যন্ত দ্রুত কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নদীর পানির তাপমাত্রা ৪ সেলসিয়াসের নিচে ছিল এবং নদীতে স্রোত ছিল বলেও জানিয়েছেন তিনি। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। সূত্র: বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়