শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ইউপি সদস্যসহ ৯ জনকে আটকের পর নির্যাতনের অভিযোগে কালকিনি থানার ওসিসহ আটজনের নামে মামলা হয়েছে।

রোববার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতিত ইউপি সদস্যের বাবা। এতে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালাসহ পুলিশের পাঁচ কর্মকর্তা ছাড়াও এক ইউপি চেয়ারম্যানহ আরও তিনজনকে আসামি করা হয়েছে।

আদালতের পিপি এমরান লতিফ জানান, ২৬ ফেব্রুয়ারি রাতে কালকিনি বাঁশগাড়িতে স্থানীয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গত তেসরা মার্চ, ইউপি সদস্য খবির মৃধাসহ ৯ জনকে আটক করা হয়।

পরে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে তাদের হাত-পাঁ বেধে নির্যাতনের অভিযোগ ওঠে। আটকের দু'দিন পর গ্রেফতার দেখিয়ে ৯ জনকে আদালতে হাজির করে পুলিশ।

এমরান লতিফ বলেন, ‘পুলিশ নির্যাতন করেছে। অভিযোগ এনে কালকিনি থানার ওসিসহ ৮ জনকে আসামী করে মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়